সহজেই WhatsApp থেকে ডাউনলোড করা যাবে ভ্যাকসিন সার্টিফিকেট, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছে বিশ্বকে। এরই মাঝে তৃতীয় ঢেউ আশঙ্কা তৈরি করছে। আর এই সংক্রমণ এবং পরের পর ঢেউ থেকে রক্ষা করার জন্য ভ্যাক্সিনেশনকেই আসল দাওয়াই হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পর ভ্যাকসিন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে বর্তমান করোনাকালে। ট্রেনে চাপা থেকে শুরু করে কোথাও ঘুরতে গেলে হোটেল ভাড়া, সবক্ষেত্রেই এই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে দেখা যাচ্ছে ভ্যাকসিন গ্রহীতাদের। এমত অবস্থায় কেন্দ্র সরকারের তরফ থেকে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একটি সহজ পদ্ধতি নিয়ে এলো। সহজ পদ্ধতিতে WhatsApp-এর মাধ্যমেই ডাউনলোড করা যাবে এই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট।

পদ্ধতি

WhatsApp-এর মাধ্যমে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ‘৯০১৩১৫১৫১৫’ মোবাইল নম্বরটি আপনার মোবাইলে সেভ করে রাখতে হবে। এই নম্বরটি হলো কেন্দ্র সরকারের ‘MyGov Corona HelpDesk’ নম্বর। এই নম্বরটি সেভ করার পর আপনার নিজের হোয়াটসঅ্যাপ (যে নম্বর ভ্যাকসিন নেওয়ার সময় রেজিস্টার করার জন্য দেওয়া হয়েছে) থেকে এই নম্বরে ‘Hi’ লিখে পাঠালে বেশ কতকগুলি মেনু দেওয়া হবে। যার মধ্যে দ্বিতীয় মেনুতে থাকবে ‘Vaccination – Centre, Download Certificate & FAQ’।

এখন আপনাকে রিপ্লাই দিয়ে পাঠাতে হবে ‘2’। সেখানে আবার তিনটি মেনু রয়েছে। যার মধ্যে তৃতীয় মেনুতে রয়েছে ‘Download CoWin Certificate’। আপনাকে তাই রিপ্লাই দিয়ে পাঠাতে হবে ‘3’। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ভেরিফিকেশন করার জন্য।

ওটিপি পেলে সেই ওটিপি রিপ্লাই হিসাবে দিতে হবে ওই চ্যাটবুটে। সত্যতা যাচাই হয়ে গেলেই আপনার কাছে একটি তালিকা পাঠিয়ে দেওয়া হবে ওই নম্বরের সাথে কোন কোন মেম্বারের নাম যুক্ত রয়েছে। একাধিক নাম থাকলে নম্বরের ভিত্তিতে রিপ্লাই দিলেই তার ভ্যাক্সিনেশন সার্টিফিকেট সহজেই চলে আসবে আপনার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে।