বাড়িতে বসেই অনলাইনে LIC-র প্রিমিয়াম দেওয়ার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার যুগে সবকিছুই ধীরে ধীরে চলে আসছে হাতের মুঠোয়। এখন বিদ্যুতের বিল, ফোনের বিল, গ্যাসের বিল অথবা অন্যকিছুর বিল দেওয়ার জন্য আর ছোটাছুটি করতে হয় না। ঠিক তেমনই ভারতের সবথেকে বড় বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স করপরেশন (LIC) -এর প্রিমিয়াম দেওয়ার জন্য আর গ্রাহকদের ছোটাছুটি করতে হয় না। বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে এই সংস্থার বিমার প্রিমিয়াম দেওয়া যায়।

LIC-র প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা LIC-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.licindia.in/ বেছে নিতে পারেন। সেখানে ‘pay premium online’ বিকল্প বেছে নেওয়ার পর ‘pay direct (without login)’ বিকল্পে ক্লিক করতে হবে। তারপর ‘renewal premium/revival’ বিকল্প বেছে নিয়ে পরবর্তী পর্যায়ে ‘proceed’ বটনে ক্লিক করতে হবে।

এরপর গ্রাহকদের থেকে চাওয়া হবে policy number, installment premium (টাকার অঙ্ক), date of birth, email ID এবং mobile number। এগুলি দেওয়ার পর proceed করতে হবে। এর পরেই ‘check & pay’ বিকল্প পাওয়া যাবে। যেখানে ক্লিক করে credit card, debit card, debit card+ATM pin, internet banking, wallet/cash card, qr, অথবা upi যে কোন একটির মাধ্যমে পেমেন্ট করে দেওয়া যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর রিসিভ আপনার ইমেল আইডিতে চলে আসবে, পাশাপাশি আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে।

তবে এই পদ্ধতি কঠিন মনে হলে আরও সহজ পদ্ধতি হলো PhonePe, Paytm, Googlepay,
Amazon Pay ইত্যাদির মত ডিজিটাল পেমেন্ট মাধ্যমগুলিকে বেছে নেওয়া। এই সকল মাধ্যমে খুব দ্রুত এবং সহজে প্রিমিয়াম দেওয়া যায়।

PhonePe : PhonePe-এর LIC-র প্রিমিয়াম দেওয়ার জন্য আপনাকে এর অ্যাপ ওপেন করে কেবলমাত্র ‘LIC/Insurance’ ক্যাটাগরি বেছে নিতে হবে। সেখানে ‘Life Insurance Corporation of India (LIC)’ নামের বিকল্পটি বেছে নেওয়ার পর কেবলমাত্র আপনার পলিসি নম্বর দিতে হবে। তারপর ‘Confirm’ বটনে ক্লিক করলেই PhonePe আপনাকে দেখিয়ে দেবে গ্রাহকের নাম, পলিসি নম্বর, কোন তারিখ থেকে কোন তারিখ পলিসি বাকি আছে এবং কত টাকা পলিসির জন্য দিতে হবে। এগুলি সব যাচাই করে নেওয়ার পর ‘Pay Bill’ বটনে ক্লিক করে অতি সহজে পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে রিসিপ্ট চলে আসবে। একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয় বার আর পেমেন্ট হবে না যতক্ষণ না LIC-র তরফ থেকে পরবর্তী প্রিমিয়াম ডিউ না দেয়। অর্থাৎ এই মাধ্যমে ভুল হওয়ার সম্ভাবনা এবং একবারের জায়গায় দুই বার প্রিমিয়াম দেওয়ার মতো কোনো ভুল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Paytm : একইভাবে Paytm এর মাধ্যমেও খুব সহজে প্রিমিয়াম জমা দেওয়া সম্ভব। এর জন্য গ্রাহকদের Paytm অ্যাপের মধ্যে থাকা ‘Recharge & Pay Bills’ অপশন বেছে নিতে হবে। সেখানে ‘insurance/LIC Premium’ ক্যাটাগরি বেছে নেওয়ার পর পলিসি নম্বর দিতে হবে। তারপর ‘Get Premium’ অপশনে ক্লিক করলেই গ্রাহকের পলিসি নম্বর গ্রাহকের নাম কোন তারিখ থেকে কত তারিখ প্রিমিয়াম বাকি আছে, কত টাকার প্রিমিয়াম সব দেখিয়ে দেবে। এরপর ‘Proceed to pay’ বাটনে ক্লিক করে পেমেন্ট করে দেওয়া যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর এসএমএস এবং ই-মেইল আকারে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হবে।

ঠিক একইভাবে অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যম Googlepay,
Amazon Pay থেকেও এলআইসির প্রিমিয়াম জমা দেওয়া যায় অতি সহজে এবং এই মাধ্যমগুলি বেশ সহজ। আর এখনও পর্যন্ত যে সকল মানুষ এই সকল মাধ্যমগুলি ব্যবহার করে প্রিমিয়াম জমা দিয়েছেন তাদের থেকে সেভাবে কোন রকম অভিযোগ জমা পড়েনি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন সংস্থার কাছে।