Ecom Express-এর ডেলিভারি বয় কৈলাশ খেরের ‘তেরে নাম সে জি লু’ গেয়ে ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : কণ্ঠস্বর যতটা সুমধুর, জীবনের ছন্দ ততটা মসৃণ নয়। তবে তার মানে হেরে যাওয়া নয়, বরং সেই অমসৃন পথকে মসৃণ করে এগিয়ে যাওয়ার আর এক নাম সোমেশ বাল্মীকি।

সোমেশ বাল্মিকী আসানসোলের এস.বি. গড়াই রোডের পি.এন.টি. কলোনির বাসিন্দা। পেশায় একজন ইকম এক্সপ্রেসের ডেলিভারি বয়। এর আগেও সে কাজ করেছে গতি কুরিয়ার সার্ভিসে। সেখানে ৬ মাস কাজ করার পর ইকম এক্সপ্রেসে তিন মাস ধরে কাজ করছেন। বাজারে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সুনাম রয়েছে এই ২৪ বছরী যুবকের। তবে হঠাৎই নিজের অফিসে বন্ধুদের সামনে একটি গান গেয়ে তোলপাড় তুলে দিয়েছেন তিনি। ডেলিভারি দেওয়ার পাশাপাশি এত সুন্দর একটি গুণ রয়েছে তার মধ্যে, তা এযাবত কারোর জানা ছিল না।

বুধবার হঠাৎই কাজের ফাঁকে মাইক্রোফোন হাতে তুলে নিয়েছে গান গাইতে শুরু করেন জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের জনপ্রিয় ‘তেরে নাম সে জি লু, তেরে নাম পে মর জায়ু’। কঠিন সুরের সেই গানটিকে সে এত সুন্দর ভাবে গেয়ে ফেলে যাতে অফিসে থাকা অন্যান্য সঙ্গীরা মুগ্ধ হয়ে ওঠে। পরে গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। আপলোড হতে মিনিটে মিনিটে বাড়তে থাকে ভিউ, ডেলিভারি বয়ের গাওয়া সেই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সোমেশের গলায় গাওয়া সেই গান শোনার পর আমরা তার সাথে যোগাযোগ করলে সোমেশ জানাই, ১৩ বছর বয়স থেকে গান শেখে। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। বিভিন্ন প্রতিযোগিতা থেকে পদকও নিয়ে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই এই তাগিদে কাজ করতে শুরু করে। এরপর নিজের কাজ করার ফাঁকে সে গান নিয়ে চর্চা করে।

এযাবত সে মুম্বাইয়ে Amateur Artist Association দ্বারা আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতায় দ্বিতীয় হয় ২০১৭ সালে। ২০১৮ সালে Amateur Artist Group দ্বারা দেশব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় জিনিয়াস অ্যাওয়ার্ড পায় গোয়াতে। তার আগে ২০১৩ সালে ধানবাদ আর্টিস্ট গ্রূপ দ্বারা আয়োজিত রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় ধানবাদে। সে স্টার স্টার প্রতিযোগী ধানবাদ প্রতিযোগিতায়।

তার এই গান বন্ধুদের মন জয় করার পর একের পর এক ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হতে শুরু করেছে। পাশাপাশি সামাজিক মাধ্যমের নেটিজেনদের প্রশংসা কেড়ে নিয়েছে ইকম এক্সপ্রেসের এই ডেলিভারি বয় সোমেশ বাল্মিকী।