Economy Class Passenger: আর বসে বসে নয়, ঘুমিয়েও যাওয়া যাবে প্লেনে, এসে গেল নয়া ব্যবস্থা

ঘুম সবার কাছেই খুব অমূল্য। একদিন যদি ঘুম ঠিক করে না হয় তাহলেই শুরু হয় যত সমস্যা। কোনো দিন কি শুনেছেন বিমানের ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জাররা ঘুমোতে পারবে বিছানায়? তাও নাকি আবার বহু সুবিধা সমেত। এবার আছে আরো অবাক হবার পালা, এই ঘুমের দাম পর্যন্ত বেঁধে দিলেন নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ‘এয়ার নিউজিল্যান্ড’ (Air NewZealand)। এবার থেকে বিমানের ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জারদের (Economy Class Passenger) জন্য করা হলো ঘুমের ব্যবস্থা।

এইখানে (Economy Class Passenger) প্যাসেঞ্জারদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা, যেমন থাকবে ৬ টি “স্লিপার পড”। যাত্রীদের ঘুমের ক্ষেত্রে কোন রকম আপোষ করবে না এই বিমান সংস্থা। তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। সেই টাকা সত্যিই কিন্তু কম নয়। তবে খরচ যাই হোক। ঘুমের সাথে কোনো আপোষ নয়। তাহলে জেনে নেওয়া যাক মাঝ আকাশে ঘুমোতে গেলে কত রেস্ত খসাতে হবে।

তবে কিরকম খরচ হবে জানেন কি? প্রতি ঘণ্টা পিছু খরচ হবে মোটামুটি ১০০ মার্কিন ডলার। তবে আপাতত অকল্যান্ড-নিউ ইয়র্ক ও অকল্যান্ড-শিকাগো রুটে থাকছে বিমানের এই বিশেষ ব্যবস্থা। প্রতিটি সেশন কিন্তু হবে ৪ ঘণ্টার। শুধু যাত্রীরাই এই সুবিধা পাবেন। কিন্তু সুবিধা ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত। বিমানের (Economy Passenger) ইকোনমি প্যাসেঞ্জাররা সত্যি একটু আরাম পাবে।

কেনো করা হল এই খরচবহুল ব্যবস্থা? জানেন কি কি থাকবে এই পড গুলিতে? ‘স্কাইনেস্ট’ নামের এই ৬ বেডের ‘পডে’ প্যাসেঞ্জারদের জন্য থাকবে বিছানা। প্রতিটি বিছানার সঙ্গে থাকবে একটি করে বালিশ, চাদর, কম্বল, ইয়ার প্লাগ ও রিডিং লাইট। খরচ শুনলে পরবে আপনার মাথায় হাত। খরচের অঙ্কটা ৬৪ থেকে ৯৫ মার্কিন ডলারের মধ্যে ঘোরাফেরা করবে।

তবে জেনে রাখা দরকার যে, কোন প্যাসেঞ্জার ৪ ঘন্টার বেশি এই স্লিপিং পড ব্যবহার করতে পারবেন না। এয়ার নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বিমানের ক্রু সদস্যরা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ডেকে দেবেন ঘুমন্ত বিমান যাত্রীদের। আশা করা যায় যাত্রী সুবিধার্থে করা এই ব্যবস্থাটি অবশ্যই মন জয় করবে ইকোনমি ক্লাসের যাত্রীদের।