দু’বার এড়িয়েছেন, ফের তবল দিল্লিতে, কোন পথে অনুব্রত কন্যা সুকন্যার ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন দিল্লির তিহাড় জেলে (Tihar)। তিনি জেলবন্দি থাকা অবস্থায় তার ঘনিষ্ঠদের ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না পাওয়াই ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তার হিসাব রক্ষক মণীশ কোঠারি। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলকে (Sukanya Mondal) তলব করা হলো দিল্লিতে।

ইডি অধিকারীরা আগামী সপ্তাহে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজির হতে নির্দেশ দিয়েছেন। নতুন করে সুকন্যাকে তলব করায় চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। কারণ এর আগেও তাকে দুবার তলব করেছিলেন ইডি অধিকারীরা। কিন্তু সেই দুবার তলব এড়িয়ে যান সুকন্যা মণ্ডল।

সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য এসেছে ইডি আধিকারিকদের হাতে। সেই অনুযায়ী তাকে নতুন করে তলব করা হয়েছে। তবে আগামী সপ্তাহে ইডি আধিকারিকদের তলবে সুকন্যা দিল্লিতে হাজির হবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বোলপুরের নিচুপট্টির বাড়িতে এসেছেন। এমনকি তিনি যেদিন বোলপুরের বাড়িতে আসেন সেদিন রাগে বাড়িতে ভাঙচুর করেন, রাত পর্যন্ত অনুব্রত অনুগামীদের সঙ্গে কথাবার্তা বলেন। এরই মধ্যে নতুন করে তাকে দিল্লিতে তলব ফের অস্বস্তি বাড়াচ্ছে মন্ডল পরিবারে।

অন্যদিকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল যদি এবারও তলব এড়িয়ে যান তাহলে কি হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ এর আগেও অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময় সিবিআই তলব এড়াতে দেখা গিয়েছিল। শেষমেষ রাখি পূর্ণিমার দিন সকালে সিবিআই আধিকারিকদের তার বাড়িতে হানা দিতে দেখা যায় এবং তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।