গোলাপি বল আর দিন রাতের টেস্ট খেলিয়ে ডাবল নজির গড়তে চলেছে ইডেন

নিজস্ব প্রতিবেদন : দিনরাতের টেস্ট আর গোলাপি বলে খেলার সবুজসংকেত পাওয়ার পর সাজো সাজো রব ক্রিকেটের নন্দনকানন ইডেনে। নভেম্বর মাসের ৩ তারিখ বাংলাদেশ ক্রিকেট দল ভারতে আসছে তাদের সফর শুরু করতে। সপ্তাহ খানেক ধরে কঠিন পরিস্থিতির খরা কাটিয়ে পদ্মা পাড়ের ক্রিকেট দল আগামীকালই পা রাখছে ভারতে। যদিও তাদের এই সফরে থাকছেন না বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর সাথে জুয়াড়িদের কথোপকথন ফাঁস হওয়ার পরই আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছে।

এই ঘটনায় টালমাটাল সত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দেওয়া গোলাপী বলে খেলার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েই বাজিমাত সৌরভ গাঙ্গুলীর। আগামী ২২ শে নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। যে টেস্ট খেলা হবে গোলাপি বলে এবং ভারতের মাটিতে প্রথম কোন টেস্ট হতে চলেছে দিন-রাতের আঙিনায়। বলাই বাহুল্য একসাথে ডাবল নজির গড়তে চলেছে ইডেন।

টি টোয়েন্টি ক্রিকেটের রমরমায় টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ তলানিতে ঠেকেছে। যার প্রমাণ দিয়েছে সদ্য সমাপ্ত হওয়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ। আর সেই আগ্রহকে পুনরুজ্জীবিত করতে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন এই পদক্ষেপ। আর এই পদক্ষেপে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে পারে।