বিদ্যুতের বিল মাসিক, কৃষি বিদ্যুতে ভর্তুকির দাবিতে জেলাশাসককে ডেপুটেশন

হিমাদ্রি মণ্ডল : অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ জেলাশাসক এবং আরএমের নিকট বিক্ষোভ এবং ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। সেইমতো আজ তারা প্রশাসন ভবনে বীরভূম জেলা শাসকের হাতে নিজেদের দাবী দাওয়া নিয়ে ডেপুটেশন তুলে দেন।

ডেপুটেশন কারীদের মূল দাবি হলো, ইলেকট্রিসিটি বা বিদ্যুতের বিল তৈরী তিন মাসের পরিবর্তে মাসে মাসে তৈরির ব্যবস্থা করা হোক, বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হোক, অন্যান্য রাজ্যে বিদ্যুতের দরের মতো আমাদের রাজ্যে ও বিদ্যুতের দর কমানো হোক, এছাড়াও এ বছর বাংলায় কিভাবে বৃষ্টি না হওয়ায় কৃষি বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হোক ইত্যাদি।

অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত মজুমদার জানান, “বীরভূম জেলায় বিদ্যুতের দাম নিয়ে দুর্নীতি চলছে। জিএসটিতে কয়লার দাম ৪০% কমেছে, এছাড়াও অন্যান্য বিদ্যুৎ সম্পর্কিত বিষয়ে প্রায় ৯ শতাংশ দাম কমেছে। সুতরাং বিদ্যুতের দাম কমাতে হবে। কৃষি বিদ্যুতের মিটার থাকাকালীন মিটারের তোয়াক্কা না করে অ্যাডজাস্টমেন্ট বিল তৈরি করা হচ্ছে, ভুয়ো বিল পাঠানো হচ্ছে। এই কৃষি বিলে ৫০% ভর্তুকি দিয়ে বিল করতে হবে এবং এ বছর বৃষ্টি না হওয়ায় ভর্তুকি দিয়ে কিস্তিতে বিল মেটানোর ব্যবস্থা করতে হবে। অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য বিদ্যুৎ দাম কমানো হোক। ডোমেস্টিক বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও তিন মাসের বদলে প্রতিমাসে করা হোক, যাতে করে গ্রাহকেরা সাবসিটি পেতে পারেন। এই সকল দাবিতে আজ আমরা জেলা শাসকের কাছে এসেছি, এরপর আমরা যাবো রিজিওনাল অফিসারের কাছে। আমাদের দাবি মানা না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।”

অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের এই ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে প্রশাসন ভবন চত্বরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়।