Elon Musk Starlink: ভারতের বাজারে জিও এয়ারটেলের টক্কর দিতে আসছে এলন মাস্কের স্টারলিংক দেবে আলোর গতির ইন্টারনেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Elon Musk Starlink: ভারতের টেলিকম বাজারে ব্যবসা শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। বিশেষত টেলিকম স্যাটেলাইট পরিষেবা দেওয়ার জন্য জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো ভারতীয় সংস্থাগুলিকে টক্কর দিতে উঠেপড়ে লেগেছেন তিনি। ফলে স্বভাবতই চিন্তায় রয়েছে এইসব ভারতীয় টেলিকম সংস্থাগুলি। সূত্রের খবর খুব শীঘ্রই ভারতের টেলিকম জগতে বিপ্লব নিয়ে আসতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই এই প্রস্তাবে রাজি হয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে স্পেকটার্ম সম্পর্কিত তথ্য চেয়ে পাঠিয়েছিল। যা আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভাবে জানানো হবে। এরপর পর্যালোচনার পর ভারতের মাটিতে স্যাটেলাইট পরিষেবা চালু হবে।

Advertisements

ইতিমধ্যে জিও, এয়ারটেল, ভিআই ছাড়াও এলন মাস্কের স্টারলিংক (Elon Musk Starlink) এবং আমাজন কুইপার প্রজেক্ট আবেদন করেছে স্যাটেলাইট ইন্টারনেটের জন্য। এদের মধ্যে জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই পরিষেবা শুরুর সহমত পেয়েছে। তবে স্টারলিংক এবং আমাজনের ক্ষেত্রে কমপ্লায়েন্স পূরণের পরেই মিলবে ছাড়পত্র। এদিকে স্টারলিংকের তরফে জানানো হয়েছে ভারতে ব্যবসা শুরুর জন্য সরকারের সমস্ত নিয়ম মানতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

Advertisements

আরো পড়ুন: জিওর এই নতুন চালে কুপোকাত Airtel এবং BSNL, ব্যবসা উঠে যাওয়ার জোগাড়

মাস্কের এই সংস্থা ২০২২ সালের অক্টোবর মাসে ভারতের বাজারে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরুর আবেদন করে। এর আগে স্টারলিংক (Elon Musk Starlink) তার ওয়েবসাইটে স্যাটেলাইট ইন্টারনেটের বুকিং সংক্রান্ত তথ্য দিয়ে পোস্ট করে। যদিও পরে সেই পোস্ট মুছে দেয় সংস্থাটি। বর্তমানে ভারতের বাজারে স্যাটেলাইট ইন্টারনেট প্রদানের জন্য অনুমোদন এবং নেটওয়ার্ক বরাদ্দের প্রয়োজন হচ্ছে।

Advertisements

আরো পড়ুন: কারোর পৌষমাস তো কারোর আবার সর্বনাশ, কথাটি প্রমাণ করলো বিএসএনএল

স্টারলিংকের স্যাটেলাইট পরিষেবার দাম ভারতে এখনও নিশ্চিত করা না হলেও সংস্থার তরফে জানানো হয়েছিল যে প্রথম বছরে গ্রাহকদের খরচ হতে পারে ১লক্ষ ৫৮হাজার টাকা। দ্বিতীয় বছরে এই খরচ গিয়ে দাঁড়াবে ১লক্ষ ১৫হাজার টাকায়। জানা যাচ্ছে এই সংস্থার পরিষেবা নিতে হলে ৩০ শতাংশ কর বরাদ্দ রয়েছে সেই কর যুক্ত হয়েই এই পরিমাণ টাকা খরচ হতে চলেছে গ্রাহকদের। প্রথম বছরে পরিষেবার জন্য রিসিভার কিনতে হবে গ্রাহকদের সেই জন্য তার খরচ একটু বেশি হবে। সংস্থাটির (Elon Musk Starlink) তরফে জানানো হয়েছে যে প্রথম এক মাস গ্রাহকদের বিনামূল্যে স্যাটেলাইট পরিষেবা ব্যবহারের সুযোগ দেবে স্টারলিংক।

অন্যদিকে ভারতীয় সংস্থা জিও এবং এয়ারটেলের ক্ষেত্রে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে কেমন খরচ হতে পারে সেই ব্যাপারেও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে এই দুটি দেশী সংস্থা গ্রাহকদের টেরিস্টিয়াল মোবাইল পরিষেবা প্রদান করবে। এছাড়াও সংস্থা দুটির অপটিক্যাল এবং এয়ার ফাইবার পুরো ভারতে বেশ জনপ্রিয়। তবে আশা করা যায় এলন মাস্কের স্টারলিংক (Elon Musk Starlink) সংস্থার তুলনায় এই দুই দেশীয় সংস্থায় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার খরচ কিছুটা কম হবে।

Advertisements