১০০ বছরেও কেন বদলায়নি ব্লেডের নকশা, রয়েছে অবাক করা কারণ

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ বছরের পর বছর ধরে মানুষ ব্যবহার করছেন ব্লেড। চুল দাড়ি কাটা হোক অথবা পেন্সিল ধার দেওয়া বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে এই ব্লেডের। ব্যবহার এবং গুরুত্বের দিক দিয়ে এই ব্লেড অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে। ব্লেডের ব্যবহার এবং তার চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা ব্লেড তৈরি করে থাকে।

কিন্তু আশ্চর্য বিষয় হলো, বিভিন্ন সংস্থা ব্লেড তৈরি করে থাকলেও এবং বছরের পর বছর ধরে ব্লেড তৈরি হলেও এর নকশা একই রকম। এমনকি শত বছর পার করলেও ব্লেডের এই নকশার কোনরকম পরিবর্তন হয়নি। এই নকশার কেন পরিবর্তন হয়নি তা নিয়ে অনেকের মধ্যেই কৌতুহল রয়েছে। সেই কৌতুহল দূর করতে হলে যেতে হবে ব্লেডের ইতিহাসে।

১৯০১ সালে প্রথম ব্লেড তৈরি করে আমেরিকার সংস্থা জিলেট। পরে ১৯০৪ সালে জিলেট তৈরি করে কিং ক‍্যাম্প ব্লেড, যা বিশেষ ভাবে জনপ্রিয়তা লাভ করে। এরপর বিভিন্ন সংস্থা ব্লেড তৈরি করলেও জিলেটের তৈরি মূল নকশায় তারা ব্যবহার করে থাকে। এরপর থেকে আর ব্লেডের নকশা বদল হয়নি।

ইতিহাস থেকে জানা যায়, সমসাময়িক সময়ে ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানের জন্য যে স্ক্রু ও নাট-বল্টু ব্যবহৃত হত, ব্লেডের নকশা তৈরি হয় সেগুলির গঠনের কথা চিন্তা করেই। আশ্চর্যের বিষয় হলো পরবর্তীকালে নানান ধরনের রেজার এলেও সেই সকল রেজার তৈরি করা হয় ব্লেডের নকশার উপর ভিত্তি করে। কখনোই রেজারের নকশার উপর ভিত্তি করে ব্লেডের নকশা বদলায়নি।

আসলে ব্লেডের এই নকশার উপর ভিত্তি করেই সময়ের সঙ্গে সঙ্গে নানান ধরনের রেজার আনা হয়েছে। ব্লেডের এই নকশার উপর ভিত্তি করেই ব্লেডকে ধরে রাখার জন্য রেজারের নাটবোল্ট তৈরি করা হয়েছে। যে কারণেই রেজারের নকশা বদলালেও ব্লেডের নকশা বদলায় নি। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের ব্লেড এলেও পুরাতন ব্লেডের নকশা আজও অপরিবর্তিত।