অস্কার না জিতলে কী হবে! মনোনীতরা পেলেন কোটি টাকার ব্যাগ, রয়েছে এইসকল জিনিস

৯৫ তম অ্যাকাডেমি পুরস্কারের (Academy awards) অনুষ্ঠানের কি ঘটবে তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বিভিন্ন ছবি এবং কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা তারকারা। অনেকেই অপেক্ষা করে ছিলেন পছন্দের তারকার হাতে অস্কার (Oscars) দেখবেন বলে। প্রতি ক্ষেত্রে মনোনীতের তালিকায় বেশ কয়েক জনের নাম থাকলেও, পুরস্কার উঠেছে এক জনেরই হাতে। কিন্তু অস্কার হাতে উঠুক কিংবা না উঠুক, মনোনীত প্রত্যেককে একটি উপহারের ব্যাগ দেওয়া হল। যেমনটা প্রতিবারই দেওয়া হয় থেকে। সে ব্যাগের মধ্যে ছিল কয়েক কোটি টাকার বেশ কিছু শৌখিন উপহার।

৯৫ তম অস্কার (Oscars 2023) হল ব্যতিক্রমী। বিশ্বের নানা প্রান্তের সিনেমা শিল্পীদের হাতে উঠেছে সোনালি পুতুল। উদ্বাস্তু যন্ত্রণার কাহিনি বলে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রী হলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। আর ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হলেন ব্রেন্ডন ফ্রেজার। ভারতীয়দের জন্য পাওনা ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whispers) এর অস্কার।

এ বারের ব্যাগে রয়েছে ৬০টিরও বেশি উপহার। যেগুলি তারকাদের বিলাসবহুল জীবনধারার সহায়ক হতে পারে। এতে থাকছে বিদেশে ঘুরতে যাওয়ার কুপন, আট জনের জন্য বিদেশের এক বিলাসবহুল রিসর্টে থাকার সুযোগ, একটি জনপ্রিয় সংস্থার তরফে মোটা অঙ্কের ভাউচার, যা ঘর সাজানোর কাজে লাগবে, বিনামূল্যে স্পা করানোর কুপন, বিদেশি সংস্থার প্রসাধন সামগ্রী, ট্রাভেল পিলো, সিল্ক পিলোকেস, বিদেশি সংস্থার নানা স্বাদের চকোলেট, ড্রাইফ্রুটস এবং আরও বহু দামি উপহার। গোটা ব্যাগটিতে প্রায় ১২ কোটি টাকার উপহার সামগ্রী থাকছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।

এছাড়াও, বিশ্বের নামী ব্র্যান্ডের লাইফস্টাইল ও বিউটি প্রোডাক্ট রয়েছে। সঙ্গে রয়েছে ইটালিয়ান লাইটহাউসের রেপ্লিকা, রয়েছে অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের এক চিলতে জমির রেপ্লিকা। পেটার তরফ থেকে সফট টয়। রয়েছে বেশ ওয়েলনেস প্রোডাক্টও। হাভানায় তৈরি হওয়া সুটকেসের ভিতরই ভরা রয়েছে এই উপহার সামগ্রী।

প্রতি বারই দামি প্রসাধন, বিদেশ ভ্রমণের কুপন, দামি চকোলেট, বিলাসবহুল রেস্তরাঁর কুপন এমনকি ‘প্লাস্টিক সার্জারি’ করানোর কুপনও থাকে এই ব্যাগে। কোনও কোনও বছর থাকে বিলাসবহুল দামি গাড়ির চাবিও। মোট কথা হল, অস্কার হাতছাড়া হওয়ার দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা যে থাকে, তা বোঝাই যায়। প্রতি বছর অস্কারের লাল গালিচায় কোন তারকা কী পোশাক পরে আসবেন, তা নিয়ে কৌতূহল থাকেই। তেমনই তারকাদের দেওয়া ওই ব্যাগটি নিয়েও সকলের কৌতূহল থাকে তুঙ্গে।