বাড়িতে কারোর না থাকার সুযোগে সর্বস্ব লুট

অমরনাথ দত্ত : বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগে সর্বস্ব লুট করে নিয়ে পালাল চোরের দল। ঘটনাটি ঘটেছে বোলপুরের কালিকাপুরের জোড়াসাঁকো ক্লাবের কাছে। ঘটনাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, খবর দেওয়া হয় পুলিশে।

বোলপুর পুরসভার কর্মী অসীম দাসের বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ির চারটি দরজার তালা ভেঙে প্রায় ৬ ভরি সোনার গয়না সহ ৩০০০০ টাকা নিয়ে পালায় চোরের দল। অসীম বাবুর শ্বশুরবাড়ি বোলপুরেই। তার স্ত্রীর শরীর অসুস্থ থাকায় তিনি এবং তার মেয়ে বাবার বাড়িতে ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এই দুঃসাহসিক চুরি।

অসীম বাবুর স্ত্রী সুভদ্রা দাস জানান, “শরীর অসুস্থ ছিল তাই বাবার বাড়িতে ছিলাম রাতে। সকালে ওষুধ নিতে এসে দেখি বাইরে দরজা ঠিক আছে কিন্তু ভেতরের চারটি দরজার তালা ভেঙে ভেতরে ঢুকেছে চোর। তারপর সমস্ত আলমারি তছনছ করে নিয়ে গেছে সোনার গহনা এবং নগদ টাকা।”

অসীম বাবুর মেয়ে পায়েল দাস জানান, “মা সকাল বেলায় ওষুধ নিতে এসে এমন ঘটনা দেখতে পান। তারপর আমরা পুলিশে খবর কি। কিন্তু এইভাবে চুরির ঘটনা আশ্চর্য লাগছে।”

ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ পৌঁছায় ওই বাড়িতে। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই পরিবারকে। চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।