ভোটার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক নয়, NRC র সাথেও কোনো সম্পর্ক নেই, ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদন : সেপ্টেম্বর মাস থেকে মুখ্য নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে। নির্ভুল তথ্যে ভোটার আইডি কার্ড করার উদ্দেশ্য হিসেবেই এই প্রক্রিয়াকে বেছে নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন ভোটাররা নিজেদের তথ্য যাচাই করা এবং সংশোধন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করার সুযোগ রয়েছে।

কিন্তু এই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ার সাথে অনেকেই এনআরসিকে মিশিয়ে ফেলে আতঙ্কে ভুগছেন। খাওয়া-দাওয়া ভুলে লাইন দিচ্ছেন সাইবার ক্যাফেতে। এমনিতেই প্রক্রিয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে মোবাইলে ওটিপি না আসার জন্য। তারপরে পিছু ধাওয়া করছে এনআরসি আতঙ্ক।

এই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে এনআরসিকে মিশিয়ে ফেলে যারা আতঙ্কে ভুগছেন তাদের জন্য খুশির খবর দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গত বুধবার তিনি কলকাতায় আসেন এই সমস্ত বিষয়ের হাল-হকিকত দেখার জন্য। এখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দফতরের কর্তাদের সাথে বৈঠক করেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার জেলাশাসকদের সাথেও সম্মেলন করেন। বৈঠক থেকে বেরিয়ে ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনের বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটান তিনি।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া ভোটারদের জন্য বাধ্যতামূলক নয়। আর এটিকে নিয়ে আতঙ্কেরও কোন কারণ নেই। এমনকি এনআরসির সাথেও এর কোন সম্পর্ক নেই।”

পাশাপাশি তিনি এই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ার সুবিধা সম্পর্কেও জানান, “ভোটারদের অনেকেরই ভোটার আইডি কার্ডের নামের ক্ষেত্রে বানান ভুল রয়েছে, ঠিকানায় ভুল রয়েছে, বয়সের ক্ষেত্রেও রয়েছে অসঙ্গতি। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটাররা যাতে নিজেরাই এই সকল অসুবিধাগুলি সংশোধন করে নিতে পারেন, তার জন্যই এই প্রক্রিয়া।”