নীলগাইয়ের গুঁতোয় কাবু প্রাক্তন মুখ্যমন্ত্রীর কয়েক লাখি গাড়ি, দেখলে কান্না পাবে

ষাড়েঁর ধাক্কায় বান্দে ভারত এক্সপ্রেসের সামনে খুলে যাওয়ার অংশ তো আপনারা দেখেছেন। তবে এবার যা হয়েছে, তা আরও গুরুতর। নীলগাইয়ের (Nilgai) ধাক্কায় বেকাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর গাড়িতেই কিনা ধাক্কা নীলগাইয়ের। তার জেরে কয়েক লাখি টয়োটা গাড়িও দুমড়ে গিয়েছে। তুবড়ে গিয়েছে সামনের বনেট। ভেঙেছে গাড়ির কাঁচ। যদিও প্রাক্তণ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি অক্ষতই আছেন। তবে এই ঘটনার পর বর্তমান মুখ্যমন্ত্রী খবর নিয়েছেন পূর্বতনের। নীলগাইয়ের ধাক্কায় নিজের যাত্রাপথে বিড়ম্বনায় পড়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা ((Bhupinder Singh Hooda)।

নীল গাইয়ের গুতোয় ভেঙেছে মুখ্যমন্ত্রীর গাড়ির কাঁচ। অনেকেই বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কথা। আর তার গাড়িতে কিনা এমন হামলা? যদিও অভিযুক্ত নীলগাইটির কোনও শাস্তি হবে কিনা, সে বিষয়ে নানারকম আলোচনা চলছে। কিন্তু হঠাৎ কিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে একটি নীল গাই চলে এল, তা  নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। বড় এই প্রাণীটির ধাক্কায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি আরও ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারতো বলে মনে করছেন অনেকে।

যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই তাদের গাড়ির সামনে নীলগাইটি চলে আসে। নীলগাইয়ের ধাক্কায় গাড়ির বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে গাড়ির কাঁচ। যদিও গাড়ির ভেতরে থাকা সকলেই অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে।

রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) হিসার জেলার বারওয়ালার কাছে। ঘটনার সময় গাড়িতেই ছিলেন সত্তোরোর্ধ্ব ভূপেন্দ্র সিং হুডা। জানা গিয়েছে, এদিন হরিয়ানার হিসার জেলার একটি গ্রামে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা। নিজের টয়োটা গাড়িতে করেই যাচ্ছিলেন তিনি। বারওয়ালার কাছে হঠাৎ করেই তাঁর গাড়ির সামনে চলে আসে একটি নীলগাই। একেবারে গাড়িতেই গুঁতো দেয় নীলগাই। ঘটনায় ভূপেন্দ্র সিং হুডার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবরটি জানিয়ে হিসারের এসপি গঙ্গা রাম পুনিয়া বলেন, গাড়িটিতে ধাক্কা দেওয়ার পর নীলগাই অক্ষত অবস্থাতেই চলে যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ গাড়ির আরোহীরা সকলেই অক্ষত রয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাও বলেন, হঠাৎ করেই পশুটি আমাদের গাড়ির সামনে চলে আসে। তবে সকলেই সুরক্ষিত রয়েছি। ঘটনার পর আমি অনুষ্ঠানেও যোগ দিয়েছি।” তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে নীলগাইয়ের গুঁতোর ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও তাঁর পূর্বতনকে ফোন করে ঘটনার বিষয়ে খোঁজ নেন এবং তিনি সুরক্ষিত রয়েছেন কি না জানতে চান।