ভাইপোর বিয়েতে ছাদ থেকে লাখ লাখ টাকা ওড়ালেন পঞ্চায়েত প্রধান! ভাইরাল ভিডিও

টাকা থাকলে মানুষ কত কিছুই না করে। আর যাদের সংসারে অভাব থাকে তারাই টাকার কদর করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social media viral video) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, গুজরাটের একটি গ্রামে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে হাজার খানেক মানুষেক ভিড়। তাঁর বাড়ির ছাদে রয়েছেন বেশ কয়েক জন। সেখান থেকে টাকা ছুঁড়ে নিচে ফেলছেন তারা।

উপরের এই বর্ণনা কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তবের ঘটনা। নেতার আত্মীয়ের বিয়েতে এ ভাবেই উড়েছে লক্ষাধিক টাকা। আর এই টাকা ওড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার (Social media) বিভিন্ন প্ল্যাটফর্মে। যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। মনে জাগছে সন্দেহ। ভাইপোর বিয়েতে দেদার টাকা উড়িয়ে প্রবল সমালোচিত হয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের মেহসানা জেলায়।

গুজরাতের মেহসানা জেলার কেকরি তেহসিলে রয়েছে আগল গ্রাম। সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধান ছিলেন করিম যাদব নামের এক ব্যক্তি। গ্রামে প্রভাবশালী হিসাবেই পরিচিত তিনি। সম্প্রতি ছিল তাঁর ভাইপোর বিয়ে। ভাইপো রজক যাদবের বিয়েতেই টাকা উড়িয়েছেন করিম যাদব।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিয়ে উপলক্ষে আগল গ্রামে বেরিয়েছিল শোভাযাত্রা। বর্ণাঢ্য সেই শোভাযাত্রার সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিলেন প্রচুর গ্রামবাসী। সেই শোভাযাত্রা শেষ হয়ে ফিরে আসে বিয়েবাড়িতে। তার পরই করিম যাদব এবং তাঁর আত্মীয়রা বাড়ির ছাদ থেকে গোছা গোছা টাকা ওড়াতে থাকেন বলে জানা যায়।

যদিও এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। যা ইতিমধ্যেই ভাইরাল। আর এই ভিডিওর কমেন্ট বক্স ভরে গেছে মানুষের নানা মন্তব্যে। সেখানে তারা নিজেদের মনের ক্ষোভ প্রকাশ করেছেন। সাথেই ক্ষমতায় থাকা মানুষের সমালোচনা করতেও ছাড়েন নি।