কার দখলে যাচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়! কি বলছে Exit Poll

নিজস্ব প্রতিবেদন : সোমবার ত্রিপুরা (Tripura), নাগাল্যান্ড (Nagaland) এবং মেঘালয়ের (Meghalaya) বিধানসভা (Election) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হল। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদিঘীতে হয় উপনির্বাচন। এদিন ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয় বুথ ফেরত সমীক্ষা (Exit Poll)।

বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা থেকে যা আভাস পাওয়া যাচ্ছে তাতে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে প্রত্যাবর্তন হতে চলেছে বিজেপির (BJP)। বিজেপির উপরই ভরসা রাখছেন এই দুই রাজ্যের বাসিন্দারা। তবে ক্ষমতা দখলের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মেঘালয়ে। অন্ততপক্ষে বুথ ফেরত সমীক্ষাতে এমনই ইঙ্গিত মিলছে।

এনডিটিভির সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় ৩৫টি আসন জিতবে গেরুয়া শিবির। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাতেও ৪০ আসন রয়েছে বিজেপি জোটের পক্ষে। ত্রিপুরার ৩১টি আসন জিতবে এনডিএ জোট, দাবি করছে ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষা।

মেঘালয়ের ক্ষেত্রে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষা। জি নিউজের সমীক্ষা অনুযায়ী এনপিপির দখলে যেতে পারে ২৪টি আসন। টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী, ২২টি আসন যেতে পারে শাসক দলের ঝুলিতে। জি নিউজয়ের সমীক্ষা অনুযায়ী, প্রথমবার মেঘালয়ে নির্বাচনী লড়াইয়ে নেমে ১৩টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি ২৩ শতাংশ ভোট এনপিপির বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে মাই অ্যাক্সিসের সমীক্ষা।

নাগাল্যান্ডের ক্ষেত্রে টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী বিজেপি ও এনডিপিপি জোটের দখলে যাবে ৪৪টি আসন। জি নিউজের সমীক্ষা অনুযায়ী, মোট ৩৯টি আসন জিতবে এনডিএ জোট। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ৪৩টি আসন জিতে ক্ষমতা দখল করবে এনডিএ জোট।