স্কুলের চাকরি যেতেই কলেজ সার্ভিস কমিশনে নাম এলো মন্ত্রিকন্যা অঙ্কিতার

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়ে যাওয়ার পাশাপাশি নাম জড়ায় তার কন্যা অঙ্কিতার। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি এতদিন তিনি যে বেতন পেয়েছেন সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে….

তবে এই ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় উঠে এলো মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নাম। এসএসসি দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য জর্জরিত সেই সময়ই নতুন করে কলেজ সার্ভিস কমিশন নেতার নাম উঠে আসায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ নেওয়া হয় সেই তালিকায় প্রকাশ্যে দেখা যাচ্ছে অঙ্কিতা অধিকারীর নাম। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের যে শূন্যপদ বের হয়েছিল তাতেই তার নাম উঠে এসেছে। গত ২৬ এপ্রিল ইন্টারভিউ দিয়েছিলেন অঙ্কিতা। আর এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি আদালতের নির্দেশের আগেই ঘটেছে।

এর পাশাপাশি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আদালত এমন কোনো নির্দেশ দেয় নি যে অঙ্কিতাকে অন্য কোন চাকরির ক্ষেত্রে ডাকা যাবে না। যোগ্য প্রার্থী হিসাবে অঙ্কিতাকে ডাকা হয়েছে এবং এই নিয়ে বিতর্ক অনর্থক। তবে সে যাই হোক এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সরগরম। অঙ্কিতা অধিকারীর কলেজ সার্ভিস কমিশনের তালিকায় ঢাকা নাম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চাকরি থেকে বরখাস্ত হওয়ার আগে অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে তার এই নিয়োগ মেধা তালিকা টপকে নিয়োগ করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাকে চাকরি থেকে বরখাস্ত করে এবং বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।