প্রাক্তণ তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তণ তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী স্বপন ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা। মহঃবাজারের প্যাটেল নগরের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় স্বপন কান্তি ঘোষ ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না। স্বপন ঘোষ সস্ত্রীক বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ স্বপন কান্তি ঘোষের প্যাটেল নগরের বাড়িতে দুষ্কৃতীরা বাড়ির পাঁচিল টপকে পরপর তিনটি বোমা ছোড়ে। যার মধ্যে দুটি বোমা থাকলেও একটি ফাটেনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়িতে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষী ও কেয়ারটেকার বাইরে এসে দেখতে পান পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেছে। ঘটনার পর খবর দেওয়া হয় মহঃবাজার থানার পুলিশকে। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

স্বপন কান্তি ঘোষ ২০১১ সালে সিউড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন। যদিও পরে সিউড়ি পৌরসভা এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় নেতৃত্বের সাথে তার মতানৈক্য হয়। তারপর মাঝপথে তিনি এক প্রকার দল থেকে সরে দাঁড়ান। পরে আবার সেই মতানৈক্যের জেরে দল ত্যাগ করেন। স্বপন কান্তি ঘোষ ছাড়াও তার বাবা স্বর্গীয় নিতাই পদ ঘোষ দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন। তবে বর্তমানে এই ঘোষ পরিবার রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে। আর এমত অবস্থায় বোমাবাজির কারণ হিসেবে অনেকে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলেও মনে করছেন।

স্বপন কান্তি ঘোষের বাড়ির সিকিউরিটি স্বপন বাগদি জানান, “ভোর তিনটে নাগাদ আওয়াজ শুনে আমরা বেরিয়ে দেখি বোমা ছোড়া হয়েছে। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে। তবে বোমা ফাটার পরে আর কাউকে দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে ফোন করে অন্যান্য কর্মীদের ঘটনার কথা জানাই।”