বাড়ানো হলো ব্রিটেনের সাথে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্তের সংখ্যা যখন দেশে কমতে শুরু করেছে ঠিক তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন। যার পরেই ইউরোপের পাশাপাশি ভারত সরকার ব্রিটেনের সাথে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আর এবার সেই বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হলো বুধবার।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ভারতের নতুন করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। আর এই সকল আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দা। গতকাল এই আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬। আর রাতারাতি ১৪ জন বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি করেছে আমজনতা থেকে সরকারের।

বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ব্রিটেনের সাথে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হলো ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এরপর পরিস্থিতির দিকে নজর রেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার নতুন স্ট্রেন যাতে ব্রিটেন থেকে আগতদের মধ্য দিয়ে ভারতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। আর এরই মাঝে জানা যায় ২০ জন নতুন স্ট্রেনে আক্রান্ত। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আক্রান্তরা প্রত্যেকের ব্রিটেন থেকে আগত এবং প্রত্যেকে আইসোলেশনে ছিলেন। সুতরাং সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বললেই চলে।