রইলো না ‘Fair & Lovely’, দেখে নিন নতুন নাম

নিজস্ব প্রতিবেদন : আমেরিকা পুলিশের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের প্রতিটি দেশেই মানুষ প্রতিবাদে সামিল হয়। রাস্তায় নেমে সোচ্চার হওয়ার পাশাপাশি বেশ কিছু সংস্থার তৈরি করা জিনিসের নাম নিয়েও প্রতিবাদ শুরু হয়। কারন ঐ সকল জিনিসের নামের সাথে জড়িয়ে রয়েছে বর্ণ বিবাদ জড়িয়ে রয়েছে বলে দাবি করতে থাকেন আন্দোলনকারীরা।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পাশাপাশি ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক এই সকল সংস্থাগুলির বিরুদ্ধেও সোচ্চার হয় এই আন্দোলনকারীরা। আর যার পরেই বিতর্ক এড়াতে এবার বদলে ফেলা হলো Fair & Lovely ফেয়ারনেস ক্রিমের নাম। নামবদলের পরে আর রইলো না পুরাতন Fair & Lovely।

ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক এই সকল সংস্থাগুলির বিরুদ্ধে মানুষ অভিযোগ তুলতে থাকেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন এবং নাম অনেক সময় বর্ণবাদকে উস্কে দিচ্ছে। আর এমন বিতর্ক ছড়িয়ে পড়তেই ফেয়ার এন্ড লাভলী ফেয়ারনেস ক্রিমের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার প্রথম থেকেই জানাই তারা এই ফেয়ারনেস ক্রিমের নাম বদলে দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে।

এরপরই এই ফেয়ারনেস ক্রিমের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার একটি বিবৃতিতে জানায় Fair & Lovely এর নাম বদলে করা হচ্ছে Glow & Lovely। আর এই নামবদলের জন্য তারা গত এক সপ্তাহ ধরে অনুমোদনের অপেক্ষায় ছিল বলে জানিয়েছে। বর্ণবাদ নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক বেড়ে চলেছে তখন হিন্দুস্তান ইউনিলিভারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।