রাণুকে নিয়ে ভুয়ো খবর, গুজবে কান দেবেন না

নিজস্ব প্রতিবেদন : রানাঘাটের রানু মন্ডল এই মুহূর্তে নেট দুনিয়ার সেনসেশন। তাঁর গাওয়া গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর সেলিব্রিটি হয়ে ওঠেন তিনি। রানাঘাট থেকে ডাক পান মুম্বাই বলিউড সিনেমায় গান গাওয়ার। হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর ‘তেরি মেরি কহানি’ গানটি গাওয়ার সুযোগ পান তিনি, সেই গানও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কিন্তু এরপরই রানু মন্ডলকে নিয়ে একাধিক ভালো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সকল খবরের সত্যতা কতটা!

প্রথমত, হিমেশ রেশমিয়ার ছবিতে গান গাওয়ার পর এই খবর ছড়িয়ে পড়ে যে রানু মন্ডল এই গান গাওয়ার জন্য হিমেশ রেশমিয়া তাঁকে সাত লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, এই অর্থ দেওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন অতীন্দ্র চক্রবর্তী, অতীন্দ্র চক্রবর্তী সেই যুবক যিনি প্রথম মন্ডলের গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। যার পরই বলিউড থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম যোগাযোগ করে অতীন্দ্রর সাথে।

ওই সংবাদমাধ্যমকে অতীন্দ্র চক্রবর্তী আরও জানিয়েছেন, “হিমেশ রেশমিয়া রানু মন্ডলকে এত বড় একটি প্লাটফর্মে নিজের প্রতিভা তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এটাই সব থেকে বড় বিষয়। টাকা-পয়সার প্রসঙ্গ এখানে আসেই না।”

দ্বিতীয়ত, দুদিন ধরে ভারতের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে, সালমান খান রানু মন্ডলকে তাঁর ‘দাবাং-৩’ সিনেমায় গান গাওয়াবেন বলেছেন। কিন্তু এ প্রসঙ্গেও সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, সলমান খানের তরফ থেকে এখনও পর্যন্ত এরকম কোন প্রস্তাব আসেনি।

তৃতীয়ত, সলমান খান রানু মন্ডলকে ৫৫ লক্ষ টাকার একটি ফ্ল্যাট দিয়েছেন বলেও একটি খবর বহুল প্রচলিত হয়েছে। এ প্রসঙ্গে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, “সম্পূর্ণ ভুয়ো খবর। রানুদির পকেটে এখন পাঁচ টাকাও নেই, আর ৫৫ লক্ষ টাকার গল্প।”

সর্বভারতীয় ওই সংবাদপত্রের খবর অনুযায়ী আরও জানা গিয়েছে, বর্তমানে রানু মন্ডল এবং অতীন্দ্র চক্রবর্তী রয়েছেন মুম্বাইয়ে। অতীন্দ্র চক্রবর্তীই রানুদির সাথে বলিউড অথবা অন্যান্য সকলের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবেই অটুট বন্ধনে যুক্ত রয়েছেন।