সাদামাটা পোশাকে চাষীর ঘরের ভাই-বোন নেচে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সাদামাটা পোশাকে ঝাড়খণ্ডের চাষির ঘরের দুই ভাইবোন একের পর এক নাচ করে মঞ্চ মাতাচ্ছেন সোশ্যাল মিডিয়ার। আর তাদের নাচ দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বেজায় খুশি। টালির চালের বাড়ি, গলায় গামছা আর শাড়ি পড়ে এই দুই ভাইবোন যেভাবে নেচে তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়।

তারা তাদের এই নাচের একের পর এক ভিডিও আপলোড করে চলেছেন সোশ্যাল মিডিয়ার অন্যতম ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে। আর তাদের নাচে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এতটাই মুগ্ধ যে ইতিমধ্যেই তাদের ফলোয়ার্স লক্ষ ছাড়িয়েছে। নাচ করে সোশ্যাল মিডিয়ার মঞ্চ মাতানো এই দুই ভাই বোনের নাচ আপলোড হয়েছে দাদা সনাতন মাহাতোর প্রোফাইল থেকে। ছোট ছোট করে আপলোড করা সেই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের এতটাই মন কেড়েছে যে এই ভিডিওগুলি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত কুমার নান্দা থেকে শুরু করে মিনি মাথুর।

টুইটারে ওই দুই ভাই বোনের ভিডিও শেয়ার করে মিনি মাথুর লিখেছেন, “আজ সকালে এটাই আমি দেখতে চেয়েছিলাম। তাদের জন্য আমার অনেক ভালোবাসা, যারা এত অল্পতেই সন্তুষ্ট থেকে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলে।”

এই দুই ভাইবোন ৯০ দশকের বেশ কয়েকটি হিন্দি গানে নেচে সকলের মন জয় করেছেন। তাদের ১৯৯৮ সালের গান ‘ম্যায়নে দিল কা হুকুম শুন লিয়া’ হিন্দি গানের সুরে নাচতে দেখা গিয়েছে, দেখা গিয়েছে অন্যান্য কয়েকটি গানেও নাচতে। তবে নাচার ক্ষেত্রে প্রতিটি গানেই তাদের মধ্যে কোন রকম বাহারি পোশাক লক্ষ্য করা যায়নি। চাষির ঘরের সাদামাটা পোশাকেই তারা মঞ্চ মাতাচ্ছেন সোশ্যাল মিডিয়ার।