লাখের গাড়ি নয়, সেকেন্ড হ্যান্ড সাইকেলেই খুশি বাবা ছেলে, মন ভরানো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : মানুষের জীবনে আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্নের শেষ নেই। কেউ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, কেউ আবার অন্য কিছু। কারোর কারোর মধ্যে আবার লাখ লাখ কোটি কোটি টাকার গাড়ি কেনার স্বপ্ন থাকে। তবে হতদরিদ্র পরিবারগুলির স্বপ্ন কি হতে পারে তা টের পাওয়া গিয়েছে একটি ভাইরাল ভিডিওতে।

হাই সোসাইটির মানুষেরা আইফোন, মার্সিডিজ অথবা দামি দামি গাড়ি স্বপ্নপূরণের জন্য যখন বেছে নেন তখন হতদরিদ্র পরিবারের মানুষেরা সাইকেল কিনেই তাদের স্বপ্ন পূরণ করেন। সাইকেল কেনার তাদের কাছে কেবলমাত্র স্বপ্নপূরণ এমনটা নয়, পাশাপাশি এটা তাদের দৈনন্দিন জীবনে কাজের জন্য চাহিদা। সেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক বাবা ও ছেলে তাদের স্বপ্ন পূরণ করেছেন একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে। আর সেই সাইকেল কেনার পরেই তারা আনন্দে আত্মহারা। তাদের অভিব্যক্তি বলছে তারা সেই পুরনো সাইকেল কিনতে পেরেই নিজেদের বহুদিনের ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার দর্শকদের আবেগ হয়ে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ার পাতা এখন যখন লাখ লাখ টাকার গাড়ি কেনার ছবিতে ভরে যায় সেই সময় এমন সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে আনন্দে আত্মহারা বাবা ও ছেলের ভিডিও সেই সকল লাখপতি কোটিপতিদের হার মানিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন অনবদ্য ভিডিওটি আপলোড করেছেন Awanish sharan নামের এক আইএএস অফিসার।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, এক ব্যক্তি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল নিয়ে আসার পর তার তিনি তার ভাঙ্গাচুরা কুঁড়ে ঘরের সামনে দাঁড় করিয়ে রেখেছেন। সেখানে তিনি ওই সাইকেল ফুলের মালা দিয়ে সাজিয়ে পুজো করছেন আর তার পাশে থাকা ছেলে আনন্দে নাচছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সময় ওই আইএএস অফিসার লিখেছেন, “এটি শুধুমাত্র একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল। তাদের আনন্দ দেখুন। তাদের প্রতিক্রিয়া বলছে যেন, তারা একটি নতুন মার্সিডিজ বেঞ্জ কিনেছেন।”