একেই বলে বাবা, চলন্ত স্কুটারে ঘুমন্ত শিশুকে একহাতে আগলে পাড়ি গন্তব্যে

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড এবং ভাইরাল হতে দেখা যায়। আপলোড এবং ভাইরাল হওয়া সেই সকল ভিডিও খুব সহজেই সোশ্যাল মিডিয়ার দর্শকদের মন কাড়ে। ঠিক সেই রকমই নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে নজর কেড়েছে এক বাবা ও শিশুর।

লক্ষ্য করলে দেখা যাবে মোটরবাইক হোক অথবা স্কুটার, ছোট ছোট শিশুদের নিয়ে যাওয়ার সময় তারা ঘুমিয়ে পড়েন। তাদের এই ঘুমিয়ে পড়ার ফলে চরম অস্বস্তির সম্মুখীন হতে হয় এবং দুই চাকার বাহন চালাতে খুবই অসুবিধায় পড়তে হয় চালকদের। ভাইরাল হওয়া ভিডিওতে সেই রকমই একটি দৃশ্য দেখানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্কুটিতে চেপে রয়েছেন দুজন। জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে। স্কুটিতে যাওয়ার সময় চালকের ওই খুদে সন্তান ঘুমিয়ে পড়ে। তবে ঘুমন্ত শিশুকে কোনভাবেই ঘুম থেকে না উঠিয়ে তাকে এক হাতে আগলে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন বাবা। এই দৃশ্য ভাইরাল হওয়ার পর ওই চালক অর্থাৎ বাবাকে সুপার হিরো বাবার তকমা দেওয়া হয়েছে।

এই ঘটনাটি কোথাকার তা উল্লেখ না করা হলেও স্কুটারের যে নম্বর প্লেট রয়েছে তা থেকে বোঝা যায় স্কুটারটির রেজিস্ট্রেশন চন্ডিগড়ে। সেখান থেকেই অনুমান করা হচ্ছে ঘটনাটি চন্ডিগড়ের কোন এলাকার। স্কুটারে ওই শিশুটি ঘুমিয়ে পড়লেও তার রক্ষা কর্তা হিসেবে যে তার বাবা এইভাবে তাকে নিয়ে যাবেন তাও সে জানে। তাইতো ওই শিশু নিশ্চিন্তে স্কুটারে ঘুমাতে ঘুমাতেই চলল গন্তব্যে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি দেখে অনেকেই ঝুঁকিপূর্ণ বলেও মনে করেছেন।