এক দশক পর জয়ে ফিরলেন হুমায়ুন কবির, মাঝে ৪ বার দল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবির এক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেন নি। অবশেষে একুশের বিধানসভা নির্বাচনে প্রায় ১০ বছর পর জয়ে ফিরলেন। তবে এর মাঝে তাকে চার চারবার দল পরিবর্তন করতে দেখা গিয়েছে।

শেষবার অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন ভরতপুর বিধানসভা কেন্দ্রে। সেখানে বিজেপির ইমনকল্যাণ মুখোপাধ্যায়কে ৪৩ হাজার ভোটে পরাজিত করে অবশেষে জয়ের হাসি হাসলেন।

১৯৮২ সালে মুর্শিদাবাদের এই নেতা হুমায়ুন কবির রাজনীতির আঙিনায় পা রাখেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসা এবং তিনি অধীর চৌধুরীর ছায়া সঙ্গী হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে কংগ্রেস করার পর কংগ্রেসের টিকিটে ২০১১ সালে তিনি প্রথম বিধায়ক হন রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু এর পরেই ছন্দপতন।

প্রথম বিধায়ক হওয়ার পর কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সাথে তার দূরত্ব তৈরি হয় ২০১২ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার স্বরূপ তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে তিনি যেহেতু কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাই তাকে পুনরায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। ছয় মাসের মধ্যে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে পরাজিত হন।

এরপর তার সাথে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। প্রকাশ্যে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় এবং দল বিরোধী কথাবার্তা জন্য ২০১৫ সালে তাকে শোকজ করা হয় ও তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। আর এর পর পুনরায় তিনি কংগ্রেসে প্রত্যাবর্তন করেন অধীর চৌধুরীর হাত ধরে।

২০১৮ সালে তিনি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস ভোটের আগেই সমস্ত প্রার্থী প্রত্যাহার করে নেয়। আর এর এক মাসের মাথাতেই তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেস ছেড়ে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সেই নির্বাচনে তিনি পরাজিত হন। আর এরপর এনআরসি এবং সিএএ এর বিরোধিতা করে বিজেপি ত্যাগ করেন। বিজেপি ত্যাগ করার পর তিনি ২০২০ সালে দ্বিতীয়বারের জন্য তৃণমূলে যোগ দিয়ে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাকা করে ফেলেন।

[aaroporuntag]
তবে বারবার দল পরিবর্তন নিয়ে হুমায়ুন কবির জানিয়েছেন, “আমি বিভিন্ন রাজনৈতিক দল করলেও যখনই কোন দল ত্যাগ করে অন্য দলে নাম লিখিয়েছি তার আগে ত্যাগ করা দলের সমস্ত পদ এবং সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে তবেই নতুন দলে যোগ দিয়েছি।”