ডিম ৩০ টাকা পিস, চাল ২২০ টাকা কেজি, যা হচ্ছে শ্রীলঙ্কায়

নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কার বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি এখন কারোর অজানা নয়। সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি এখন এমনই হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন তা নিয়েই প্রশ্ন তৈরি হচ্ছে। অর্থ সংকটের কারণে এখন ওই দেশের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া।

সাধারণত আমরা ১ কেজি চাল ৩০ থেকে ৬০ টাকা দরে কিনে থাকি। খুব ভালো চাল হলে তার দাম হয় ৯০ থেকে ১২০ টাকা কেজি। কিন্তু অর্থসংকটে ভোগা শ্রীলঙ্কায় এখন প্রতি কেজি চাল বিকোচ্ছে ২২০ টাকা কেজি দরে। এমনকি এক পিস ডিম কিনতে হলে খরচ করতে হবে ৩০ টাকা। এমন পরিস্থিতিতে আবার সাধারণ মানুষের হাতে টাকা না থাকায় আপাতত অনাহারেই দিন কাটছে।

গত এক সপ্তাহ ধরেই এমন পরিস্থিতি বজায় রয়েছে শ্রীলঙ্কায়। দেনার দায়ে চরম অর্থ সংকট দেখা দিয়েছে ওই দেশে। এমনকি জানা যাচ্ছে জ্বালানি ফুরিয়ে গিয়েছে। ঠিকভাবে সঞ্চয় নেই খাদ্যশস্য। যেটুকু পেট্রোল বেঁচে রয়েছে তা নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়তেও লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বাকি জিনিসপত্রের দাম কেমন?

ইন্ডিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কলম্বোর সুপার মার্কেটে আকাশছোঁয়া দাম হয়ে দাঁড়িয়েছে খাদ্যশস্যের। মাত্র এক সপ্তাহের মধ্যে সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। চাল ২২০ টাকা কেজি ছাড়াও আটা বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। চিনির দাম এখন প্রতি কেজি ২৪০ টাকা। এক লিটার নারকেল তেলের দাম ৮৫০ টাকা। ১৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গুঁড়ো দুধ। খাদ্যশস্য ছাড়াও ওষুধপত্রের দামও বৃদ্ধি পেয়েছে আকাশ ছোঁয়া। একপাতা প্যারাসিটামল কিনতে খরচ করতে হচ্ছে ১৪০ টাকা।

গত ফেব্রুয়ারি মাস থেকেই শ্রীলঙ্কায় খাদ্যশস্য থেকে শুরু করে অন্যান্য জিনিস পত্রের দাম বৃদ্ধি পেতে শুরু করে। ইতিমধ্যেই খুচরো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে ১৭.৫ শতাংশ এবং খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। দেশে চরম সংকট দেখা দিয়েছে খাদ্যশস্য এবং ওষুধপত্র নিয়ে। অন্যদিকে গত শুক্রবার প্রেসিডেন্টের বাড়ির সামনে সাধারণ মানুষ বিক্ষোভ দেখানোর পরেই কার্ফু জারি করা হয়।