স্বাস্থ্যসাথীর আবেদন করার পর নাম নথিভুক্ত হলো কিনা দেখে নিন অনলাইনে

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে ঘোষণা করেন রাজ্যের প্রতিটি মানুষ রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সাথে সাথেই আবেদনকারীর নাম নথিভুক্ত হবে। আর এই ঘোষণার পর রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে ইতিমধ্যেই ৬৬ লক্ষ মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছেন।

ভিড়ের মাঝে আবেদন করার পর অনেকের মধ্যেই সংশয় রয়েছে তাদের নাম নথিভুক্ত হয়েছে তো! আবেদন করার পর নাম নথিভুক্ত হয়েছে কিনা তা অতি সহজেই জানা যাবে। জানার জন্য সুবন্দোবস্ত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এনেছে স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট।

নাম নথিভুক্ত হয়েছে কিনা জানার পদ্ধতি

নাম নথিভুক্ত হয়েছে কিনা তা জানার জন্য আবেদনকারীকে যেতে হবে স্বাস্থ্যসাথীর অফিশিয়াল ওয়েবসাইট https://swasthyasathi.gov.in/ -এ। যেখানে মেনুর মধ্যে থাকা ‘Find Your Name’ বিকল্পটি বেছে নিতে হবে।

বিকল্পটি বেছে নেওয়ার পর আবেদনকারীর সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আবেদনকারীর থেকে চাওয়া হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর। অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটি।

তারপরেই চাওয়া হবে ‘Find Name For’। অর্থাৎ কার জন্য নাম খুঁজছেন? নিজের জন্য হলে ‘Yourself’, আর অন্য কারোর জন্য হলে ‘Others’ বিকল্প বেছে নিন।

পরবর্তী পর্যায়ে যে নতুন পেজটি আবেদনকারীর সামনে খুলবে সেখানেই প্রথমেই চাওয়া হবে জেলার নাম। তারপরেই চাওয়া হবে কোন তথ্য দিয়ে নাম নথিভুক্ত হয়েছে কিনা তা খুঁজতে চাইছেন। অর্থাৎ Aadhaar নম্বর, RSBY URN, FORM-B ID, Khadyasathi Ration Card No। আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন।

ঠিক এর পরেই আপনাকে সতর্ক এবং সঠিকভাবে দিতে হবে আপনার জেলা, ব্লক/মিউনিসিপ্যালটি, পঞ্চায়েতের নাম, গ্রামের নাম।

সমস্ত কিছু ফিলাপ হয়ে যাওয়ার পর ‘Submit’ বটনে ক্লিক করলেই আপনার নাম নথিভুক্ত হয়ে থাকলে সঙ্গে সঙ্গে আপনি সমস্ত বিবরণ দেখতে পাবেন। আবেদনের ভিত্তিতে আপনার পরিবারের কতজন যুক্ত হয়েছে তাও নিমেষে দেখতে পাবেন।