রান্নার গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস বেঁচে রয়েছে জেনে নিন সহজ উপায়ে

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা সাধারণের সাধারণ ভাবে বোঝা বড়ই মুশকিল। কেউ কেউ মাঝে মধ্যেই সিলিন্ডার ঝাঁকিয়ে দেখেন। কেউ আবার সিলিন্ডার তুলে বোঝার চেষ্টা করেন। কিন্তু তাতেও কি বোঝা সম্ভব সঠিক পরিমাপ! সেই সমস্যা সমাধান করলেন মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আপনি সহজেই বুঝতে পারবেন সিলিন্ডারে কতটা গ্যাস এখনো বেঁচে আছে। সেজন্য দরকার শুধু একটা ভিজে কাপড়। সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে এই সমস্যা চিরদিনের। আগে থেকে বুঝতে না পারায় অনেক সময়েই রান্না করতে করতেই সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ভাল, না থাকলে ভোগান্তি আরও বাড়ে। কিন্তু একটি ভিজে কাপড়ের মাধ্যমে কিভাবে বুঝছেন? চলুন দেখা যাক সেই পদ্ধতি।

মধ্যপ্রদেশের ওই সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায় বলেছেন, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছে নিতে হবে। এমন ভাবেই মুছতে হবে যাতে সিলিন্ডারে এটুকু ধূলিকণা না থাকে।

মোছা শেষ হলে সিলিন্ডারকে শুকোতে দিতে হবে কিছুক্ষনের জন্য। শুকনো অবস্থায় দু-তিন মিনিট বাদে খেয়াল করবেন, তাতে দেখতে পাবেন সিলিন্ডারের কিছুটা অংশ তাড়াতাড়ি শুকিয়ে গেলেও বাকি অংশ ধীরে ধীরে শুকাচ্ছে বা অল্প ভিজে রয়েছে। যে অংশ শুকোতে একটু সময় লাগছে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে। এমনটাই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

মধ্যপ্রদেশের ওই সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের এই দাবির পিছনে যে যুক্তি দিয়েছেন, তাহল কোনো কিছুর মধ্যে যেখানে তরল থাকে তার উপরের অংশ শুকাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। সুতরাং গ্যাস সিলিন্ডারের মধ্যে যে অংশে গ্যাস মজুত রয়েছে সেই অংশ শুকাতে সময় নিচ্ছে এবং ফাঁকা অংশ দ্রুত শুকিয়ে যাচ্ছে। এই পদ্ধতি নিজেও করে দেখুন।