স্বাস্থ্য সাথী থেকে আপনার নাম বাদ যায়নি তো! জানুন এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আসে। প্রথমদিকে এই প্রকল্প সীমিত মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও একুশের বিধানসভা নির্বাচনের আগে তা সার্বজনীন করে দেওয়া হয়। এই প্রকল্প সার্বজনীন করে দেওয়ার পর এখন অধিকাংশ রাজ্যের বাসিন্দারাই এই প্রকল্পের আওতায় নাম লিখিয়ে ফেলেছেন। তবে কোন কারণবশত এই প্রকল্প থেকে আপনার নাম বাদ যায়নি তো, তা দেখে নেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে অনলাইনে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পরিষেবা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় পরিবারের কোন কোন সদস্যদের নাম নথিভুক্ত রয়েছে তাও দেখে নেওয়া যায় অনলাইনে। নিজেদের নাম নথিভুক্ত রয়েছে কিনা দেখে নেওয়ার জন্য লগইন করতে হবে https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে।

https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে লগইন করার পর যে মেনু রয়েছে সেই মেনুতে ক্লিক করতে হবে এবং সেখানে Find Your Name নামে যে বিকল্প রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে এবং সেখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে যেটি স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করানো সময় দেওয়া হয়েছিল। এরপর Yourself (নিজের হলে) অথবা Others (অন্যের হলে) যেকোনো একটি বেছে নিতে হবে।

এগুলি দিয়ে সাবমিট করার পর নতুন একটি পেজ খুলবে। যেখানে নির্দিষ্ট জায়গাগুলিতে নিজের জেলা, ব্লক, পঞ্চায়েত, গ্রাম ইত্যাদি বেছে নিতে হবে এবং আধার নম্বর অথবা খাদ্য সাথী কার্ডের নম্বর দিতে হবে। এগুলি দিয়ে সাবমিট করে দেওয়া হলেই নতুন একটি পেজ খুলবে এবং সেখানে দেখিয়ে দেওয়া হবে তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

তালিকায় নিজের নাম থাকার পাশাপাশি দেখিয়ে দেওয়া হবে সেখানে আপনার পরিবারের আর কোন কোন সদস্যের নাম রয়েছে। এছাড়াও দেখানো হবে URN নম্বর এবং কার্ড কোন দিন ইস্যু করা হয়েছিল তার তারিখ। এই তালিকায় আপনার নাম থাকলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।