সাতসকালে হার্ডওয়ারের দোকানে আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

হিমাদ্রি মন্ডল : দোকান বন্ধ থাকা অবস্থায় সাটারের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বুঝতে পারেন দোকানের ভিতর আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিউড়ির দমকলবাহিনীকে। দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দোকান খুলতেই দেখা যায় পুড়ে ছাই হয়ে গেছে দোকানের বেশিরভাগ জিনিসপত্র।

শুক্রবার সাতসকালে ভোর পাঁচটা নাগাদ এই বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি শহরের সুভাষপল্লী এলাকায় থাকা একটি হার্ডওয়ারের দোকানে। আগুন লাগার কারণে দোকানের নিচের তলায় থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে এমনকি দোকানের দ্বিতীয় তলায় থাকা জিনিসপত্রেও বিপুল ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দোকানের মালিক রাজেশ মন্ডল জানান, “দোকান বন্ধ ছিল সেই অবস্থাতেই ভোরবেলায় দেখা যায় সাটারের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর দমকলবাহিনীকে খবর দেওয়া হয়, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শকসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। গতকাল এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি বিপুল পরিমাণে বজ্রপাত হয়। তার ফলেই হয়তো কোনো কারণবশত শকসার্কিটের ঘটনা ঘটতে পারে।” তবে আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী।