তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে ৫ মাস পর রিপোর্ট পেশ করলেন প্রশান্ত কিশোর

নিজস্ব প্রতিবেদন : বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গে ৪২ এ ৪২ এর টার্গেট নিয়ে নামলেও ২২ টি আসনেই থামতে হয় তাদের। সে জায়গায় থাবা দেয় গেরুয়া শিবির। এরপরই তড়িঘড়ি তৃণমূল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোর ও তাঁর টিমকে নিয়োগ করে। নিয়োগ করার পর প্রশান্ত কিশোরের টিম তৃণমূলের হয়ে কাজ করা ৫ মাস পূর্ণ করলো। তারপরই আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে একটি রিপোর্ট পেশ করে।

রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সেই রিপোর্ট অনুযায়ী অনেকটাই স্বস্তিতে তৃণমূল। সূত্রের খবর কলকাতার একটি বৈঠকে রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর দাবি করেছেন, উত্তরবঙ্গের ড্যামেজ কন্ট্রোল করা অনেকটাই সম্ভব হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা দু’টির মোট ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে ৬ টি-তে জয়ের জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সাফল্যের পিছনে ‘দিদিকে বলো’ কর্মসূচির অবদানকে উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর।

তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোর নিযুক্ত হওয়ার পর ৫ মাস যাবৎ তৃণমূলের সার্বিক গ্রহণযোগ্যতা বাড়াতে তাঁর সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বিভিন্ন রণকৌশল গ্রহণ করে। ‘দিদিকে বলো’-র মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। এবারে দলের শীর্ষ নেতৃত্বের কাছে প্রথম রিপোর্ট পেশ করলেন প্রশান্ত কিশোর।

এই রিপোর্ট প্রশান্ত কিশোর মঙ্গলবার কলকাতায় তৃণমূলের একটি দলীয় বৈঠকে পেশ করেন। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নেতারা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি-তে জয়ের জায়গায় রয়েছে দল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ১২ টি বিধানসভা আসনের মধ্যে ১১ টিতেই ভরাডুবি হয়েছিল তৃণমূলের৷ সবগুলোতে এগিয়ে ছিল বিজেপি।