কাঁচা বাদামের পর ‘মাছ নেবেন’, ভুবনের পর আরেক বাদ্যকরের কামাল

নিজস্ব প্রতিবেদন : কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে আশাকরি চেনেন। সত্যি বলতে তাকে এখন চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে এবার বাজারে হাজির আরেক বাদ্যকর, যিনিও নিজের কামাল দেখাতে শুরু করেছেন। এই বাদ্যকর বীরভূমের পাশের জেলা পশ্চিম বর্ধমানের।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন কাঁচা বাদাম গানের দৌলতে। এই ভুবন বাদ্যকর একসময় গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন এবং এই গানটি গাইতেন। সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয় এবং তাকে সেলিব্রেটিতে পরিণত করে।

অন্যদিকে বর্তমানে আরেক বাদ্যকর যিনি নিজের কামাল দেখাতে শুরু করেছেন তিনি হলেন কুশল বাদ্যকর। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অলিতে-গলিতে তিনি মাছ ফেরি করে থাকেন। বাদাম কাকুর পর এবার এই মাছ বিক্রেতা মাছ কাকু ভাইরাল। তিনি ভাইরাল হয়েছেন মাছ বিক্রির সময় ‘মাছ নেবেন দাদা মাছ নেবেন’ গান গেয়ে।

মাছ বিক্রির ক্ষেত্রে কুশল বাদ্যকর আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গান বেঁধেছেন। মাছ বিক্রি করার সময় তিনি তার গান সুর করে তুলে ধরছেন ক্রেতাদের সঙ্গে। তার এই গানের কথায় ফুটে উঠেছে, মাছ কেনা থেকে শুরু করে পাতে দেওয়া পর্যন্ত পদ্ধতি। তার গানের কথায় রয়েছে,

“কড়াইয়ে তেল দেবেন
তার পরে ভালো করে ভেজে নেবেন
এর পরে কালে জিরে ফোড়ন দেবেন
আদা-রসুন পেষ্ট করে দিয়ে দেবেন
সব কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে
সপরিবারে মিলে বসে খাবেন
মাছ নেবেন দাদা মাছ নেবেন
এমন টাটকা তাজা মাছ
আর কোথায় পাবেন।”

কুশল বাদ্যকর সাইকেল চালিয়ে প্রতিদিন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তেলাপিয়া, রুই সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে থাকেন। এই ভাবেই ভুবন বাদ্যকর আজ সেলিব্রেটি হয়ে উঠেছেন। এখন দেখার বিষয় কুশল বাদ্যকরেরও ভাগ্য খোলে কিনা।