৫টি বড় রেকর্ডের হাতছানি দিচ্ছে এই মরশুমের আইপিএল

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়ে গেছে ১৩তম আইপিএলের আসর। চলতি বছর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় লাভ করে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার দর্শকশূন্য স্টেডিয়াম খেলা হলেও এই মরশুমই বড় পাঁচটি রেকর্ডের হাতছানি দিচ্ছে।

১) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি আর মাত্র ১০০ রান করলেই ৯০০০ রানের গণ্ডি পার করবেন। প্রথম ভারতীয় হিসাবে তিনি এই গণ্ডি পার করবেন। আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড রয়েছে ক্রিস গেইল, কে পোলার্ড, ব্রেন্ডন ম্যাক্কালাম, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চদের মতো বিদেশি তারকাদের।

২) চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে রয়েছে আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড তৈরি করার হাতছানি। এযাবৎ এই রেকর্ডের অধিকারী সুরেশ রায়না। তিনি এখনো পর্যন্ত আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ধোনি খেলেছেন ১৮৯টি। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যে একটি ম্যাচ খেলে নিয়েছেন আর মাত্র চারটি ম্যাচ খেললেই এই রেকর্ড ভেঙে দেবেন। অন্যদিকে সুরেশ রায়না এবছর আইপিএল খেলছেন না।

৩) ১০০০টি ছক্কা হাঁকানোর মত বিরল রেকর্ড তৈরি করার হাতছানি দিচ্ছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। আর এই ১০০০টি ছক্কা হাঁকাতে তার বাকি রয়েছে মাত্র ২২টি। অর্থাৎ এই ২২টি ছক্কা হাঁকালেই তিনি আইপিএলে ১০০০টি ছক্কা হাঁকানোর মতো রেকর্ড তৈরি করে ফেলবেন।

৪) আইপিএলে ২০০০ রান গড়ার রেকর্ডের হাতছানি রয়েছে চেন্নাই সুপার কিংসের তারকা রবীন্দ্র জাদেজার সামনে। রবীন্দ্র জাদেজার এই মুহূর্তে আইপিএলের রান রয়েছে ১৯২৭। অর্থাৎ তিনি আর ৭৩ রান করলেই ২০০০ রান গড়বেন আইপিএলের ইতিহাসে। আর এই রেকর্ড তৈরি করতে পারলে তিনি প্রথম কোন অলরাউন্ডার আইপিএলের ইতিহাসে এই রেকর্ড গড়বেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে এই বিপুলসংখ্যক রান থাকা ছাড়াও রয়েছে ১০০-র বেশি উইকেট।

৫) মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার জশপ্রীত বুমরাহর সামনে রয়েছে রেকর্ড গড়ার হাতছানি। আর মাত্র ১৭টি উইকেট নিলেই তিনি আইপিএলে ২০০টি উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করবেন।