ফেব্রুয়ারিতে আসছে ৫ নিয়মে বদল, প্রভাব পড়বে আমজনতার পকেটে

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই দেশে কোন না কোন নিয়মে পরিবর্তন আসতে দেখা যায়। এই সকল নিয়মের মধ্যে বেশ কিছু নিয়মে বদল আনা হয় মূলত আমজনতার সুবিধার জন্য, আবার এর সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে সরকারের স্বচ্ছতা ও সুবিধাও। তবে এই সকল বদল আমজনতার পকেটে সরাসরি প্রভাব ফেলে। অন্যান্য মাসের মত ফেব্রুয়ারি মাসেও সেই রকমই বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে।

১) ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার ক্ষেত্রে আগে যে রিওয়ার্ড পাওয়া যেত তা আর পাওয়া যাবে না। এর পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মত ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে ভাড়া প্রদানের ক্ষেত্রে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।

২) মাসের প্রথম দিন অথবা মাঝেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসে। ফেব্রুয়ারি মাসে যেহেতু বাজেট রয়েছে তাই এই মাসেও সেই রকম পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে।

৩) যাত্রীবাহী গাড়ির দাম বাড়ছে। ইতিমধ্যে টাটা মোটরস জানিয়ে দিয়েছে ইনপুট খরচ বেড়ে যাওয়ার ফলে ১.২% হারে গাড়ির দাম বৃদ্ধি করা হতে পারে। কোন ধরনের গাড়ি এবং মডেল তার ওপর নির্ভর করে দাম বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে।

৪) ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে পেট্রোলে চলা ১৫ বছরের পুরাতন গাড়ি এবং ডিজেলের চলা ১০ বছরের পুরাতন গাড়ি বাতিল করা হবে। গত ১ অক্টোবর নথিভূক্ত করা গাড়িগুলি বাতিলের বিষয়েও জানিয়েছে প্রশাসন। নয়ডা প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৫) ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় এই বাজেটের ফলে সমস্ত দিক দিয়েই কোন না কোন পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। সে সকল পরিবর্তন আমজনতাকে স্বস্তি দিতে পারে, অস্বস্তি বাড়াতেও পারে।