স্মার্ট ফোনের জরুরি ৫টি সেটিংস, চিরতরে দূর হবে ব্যাটারির ভোগান্তি

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোন হাতে হাতে পৌঁছে যাওয়ার ফলে পৃথিবী যেন চলে এসেছে হাতের মুঠোয়। একনিমেষে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন জরুরী জিনিসপত্র যেমন অর্ডার দিয়ে বাড়িতে আনা যায় ঠিক সেই রকমই পৃথিবীটাকেও এই স্মার্টফোনেই দেখে নেওয়া যায়। তবে স্মার্টফোনের ক্ষেত্রে বড় সমস্যা হল ব্যাটারি। ব্যবহারের উপর নির্ভর করে স্মার্টফোন দিয়ে দুবার থেকে তিনবারও চার্জ দিতে হয়। এছাড়াও ব্যাটারি নিয়ে রয়েছে নানান সমস্যা। এই ধরনের সমস্যা দূর করার জন্য ৫টি সেটিংস পরিবর্তন করলেই চিরতরে দূর হয়ে যাবে সেই সকল সমস্যা।

১) ফোনে ভাইব্রেশন এবং রিংটোন দুটি এক সঙ্গে সেট করে রাখলে ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যায়। যেকোনো একটি সেট করে রাখতে হবে, ফোনে তাতে ব্যাটারি বেশিক্ষণ থাকে।

২) সঠিক রিংটোন বেছে নেওয়া যেকোনো ফোনের ব্যাটারির মেয়াদের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে। সাধারণত ফোনে যে সকল রিংটোন থাকে সেগুলি বেছে নিলে ব্যাটারির উপর চাপ পড়ে না। তবে যদি অন্য কোন বড় বড় রিংটোন ডাউনলোড করা হয় তাহলে ব্যাটারির উপর চাপ পড়ে।

৩) কারোর কাছে স্মার্ট ফোন থাকা মানেই সে গান শুনবেন এটাই স্বাভাবিক। তবে লাউডস্পিকারে গান শোনার অভ্যাস দূর করতে হবে। কারণ লাউডস্পিকারে গান শুনলে যেমন আপনার পাশে থাকা ব্যক্তিরা বিরক্ত হন, ঠিক সেই রকমই চাপ পড়ে ব্যাটারির উপর।

৪) ফোন যখন চার্জে দেওয়া থাকে সেই সময় গেম খেলা অথবা অন্য কোন কাজ করলে ব্যাটারির উপর চাপ পড়ে। সেক্ষেত্রে চার্জ হতে যেমন দেরি হয় ঠিক সেই রকমই চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এছাড়াও ব্যাটারির আয়ুও কমে যায়।

৫) দেখা যায় অধিকাংশ স্মার্টফোনে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহার হয় না অর্থাৎ অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় এই সকল অ্যাপ ফোনে রাখলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়। এই সকল অ্যাপ আনইনস্টল করে দিতে হবে।