অনলাইনে ফ্ল্যাশ সেল বন্ধ করতে চলেছে কেন্দ্র, জানান আপনার মতামত

নিজস্ব প্রতিবেদন : নতুন কোন ইলেকট্রনিক্স জিনিস যেমন স্মার্টফোন অথবা টিভি বা অন্য কিছু লঞ্চ হলেই তা অনলাইন সংস্থাগুলি ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি করে থাকে। এতে গ্রাহকদের মধ্যেও সেই জিনিস কেনার হিড়িক পড়ে যায়। কিন্তু কেন্দ্র এবার এই ফ্ল্যাশ সেল বন্ধ করতে চলেছে। ফ্ল্যাশ সেল বন্ধ করার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রক।

কিন্তু কেন এই পদক্ষেপ? পাশাপাশি কেন্দ্রের এই পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি কি চান অর্থাৎ আপনার মতামত কি তাও জানাতে পারবেন। মতামত জানানোর জন্য কেন্দ্রের তরফে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, যেখানে আপনার মতামত জানানো যাবে।

কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে প্রস্তাব আকারে জানিয়েছে, অনলাইনে অস্বচ্ছতা এবং প্রতারণামূলক পরিবেশের ইতি টানতে এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আরও দৃঢ় এবং স্বচ্ছ প্রতিযোগিতার আবহ তৈরি করার জন্যই ই-কমার্স নিয়মে বদল আনা হচ্ছে।

কেন্দ্রের দাবি, ই-কমার্স নিয়মে এই ফ্ল্যাশ সেল ইত্যাদির মধ্য দিয়ে বর্তমান নিয়মে ক্রেতার আগ্রহকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। পাশাপাশি এই ফ্ল্যাশ সেল ইত্যাদির মধ্য দিয়ে প্রোডাক্ট ঘুরপথে বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। আর এই সকল কথা মাথায় রেখেই যে কোন সংস্থার যে কোন প্লাটফর্মে ফ্ল্যাশ সেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেলিং প্লাটফর্মে বন্ধ করা হবে না তৃতীয় কোনো পক্ষের ফ্ল্যাশ সেল। পাশাপাশি এই সকল ক্ষেত্রে নজরদারি চালানোর জন্য কেন্দ্র একজন চিফ কম্পায়েন্স অফিসার ও নোডাল অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছে।

কেন্দ্রের তরফে এই নতুন নিয়ম চালু হতে চলেছে আগামী ২৩ জুলাই থেকে। তবে তার আগে ক্রেতারা কি চান অর্থাৎ আপনার কি মতামত রয়েছে তা আপনি জানাতে পারবেন। এই ফ্ল্যাশ সেল বন্ধ করা নিয়ে কেন্দ্রকে মতামত জানাতে আপনাকে মেল করতে হবে js-ca@nic.in আইডিতে।