মুদিখানার দ্রব্য থেকে মোবাইল, ৯০ মিনিটে ডেলিভারি দেবে Flipkart

নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারীর প্রকোপে দেশজুড়ে চলছে লকডাউন, আনলক ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাপন। সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে ঝুঁকির সঙ্গে হয়রানির স্বীকার হতে হচ্ছে বহু মানুষকে। এই সমস্যার সমাধান করতে অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট আনতে চলেছে ‘হাইপারলোকাল’ পরিষেবা। এর মাধ্যমে মুদিখানার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ফার্নিচার, পোষাক থেকে মোবাইল ও অন্যান্য টেকনোলজির যেকোন সরঞ্জাম ঘরে ঘরে পৌঁছে দ্রুত দেবে এই অনলাইন সংস্থা। তবে বর্তমানে এই পরিষেবা মিলবে শুধু বেঙ্গালুরুতে।

ইতিমধ্যে অ্যামাজন অনলাইন শপিং সংস্থা এই পরিষেবা চালু করেছে। বর্তমান পরিস্থিতিতে এই সংস্থা সাফল্য লাভ করায় অনান্য সংস্থাগুলি একইভাবে বাজার ধরতে এগিয়ে আসা শুরু করেছে। ওয়াল মার্টের অধীনে থাকা ফ্লিপকার্ট প্রথমে বেঙ্গালুরুতে তাদের এই অনলাইন ব্যবসায় ক্রেতার প্রাথমিক প্রতিক্রিয়া দেখে নিতে চাইছে। পরবর্তী ক্ষেত্রে সারা দেশজুড়ে এই অনলাইন পরিষেবা শুরু হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সংস্থা আগে মুদিখানার প্রয়োজনীয় দ্রব্য স্বল্প আকারে পরিষেবা দিলে এবার বড় আকারে বাজার ধরতে চাইছে ফ্লিপকার্টের ফ্লিপকার্ট-কুইক সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বুক করার ৯০ মিনিটের মধ্যে জিনিসপত্র পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়।‌
অনলাইন পরিষেবার বাজার ধরতে ইতিমধ্যেই প্রতিযোগিতায় নেমেছে অ্যামাজন, বিগবাস্কেট, আলিবাবা, জিওমার্টের মতো সংস্থা। সামনের দিনে অনলাইন ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই বলেই মনে করছে ফ্লিপকার্ট সংস্থা।

অতিমারির জন্য যদিও অনলাইন বাজার ব্যবস্থা এত জরুরি হয়ে পড়েছে তবু অনেকদিন থেকেই প্লাস্টিক মানি ও অনলাইনের নতুন যুগ শুরু হয়ে গেছে। ভারতবর্ষের মেট্রো শহরগুলিতে এই ব্যবসা সাফল্য লাভ করবে বলেই তাঁরা মনে করছে। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানায়নি ফ্লিপকার্ট সংস্থা।