বাঁশিতে অসাধারণ কাঁচা বাদাম গানের সুর যুবকের, হার মানবেন ভুবন বাদ্যকর

নিজস্ব প্রতিবেদন : এক বছরের কাছাকাছি সময় ধরে সমানভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের রাজত্ব যে বজায় রাখতে সক্ষম হয়েছে সে হলো কাঁচা বাদাম। এত বেশি দিন সময় ধরে কোন ভাইরাল গান এর আগে নিজের অস্তিত্ব বজায় রাখতে সম্ভব হয়েছে কিনা জানা নেই। তবে সম্ভব করে দেখিয়েছেন ভুবন বাদ্যকর।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। এতদিন পর্যন্ত এই গান নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা রিল ভিডিও বানিয়েছেন অথবা ওই গানই গেয়েছেন। কিন্তু এবার এই গানের সুর অসাধারণভাবে বাঁশিতে তুললেন এক যুবক।

কাঁচা বাদাম গানের সুর বাঁশিতে তুলে সবাইকে তাক লাগিয়ে দেওয়া ওই যুবক ওড়িশার বাসিন্দা। তিনি একজন ছোটদের খেলনা এবং বেলুন বিক্রেতা। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে তিনি বাঁশি, বেলুন এবং অন্যান্য খেলনা ফেরি করছিলেন। সেই সময়ই তাকে এইভাবে বাঁশিতে কাঁচা বাদামের সুর তুলতে দেখা যায়।

ভিন রাজ্যের এক ভাইরাল গান নিয়ে ওই যুবক যেভাবে সেই সুর তার বাঁশিতে তুলেছেন তা রীতিমতো সবাইকে তাক লাগিয়েছে। এমনকি ওই যুবক এত সুন্দর ভাবে কাঁচা বাদাম গানের সুর তুলেছেন যা রীতিমতো হার মানাতে পারে ভুবন বাদ্যকরকেও। এই যুবকের এই বাঁশির সুর লজ্জা দিতে পারে গানের মূল স্রষ্টা বাদাম কাকুকেও।

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বীরভূমের ভুবন বাদ্যকর থেমে থাকার মানুষ নন। তিনি সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠান করতে গিয়ে সেখানে একটি ৭০ হাজার টাকা মূল্যের আইফোন উপহার পান। এখন তিনি সেই আইফোন নিয়ে মজে রয়েছেন। শুধু মজে থাকা নয়, এই আইফোন নিয়ে মন বাদ্যকর রীতিমত একটি নতুন গান লিখে ফেলেছেন।