চা, সাবান, শ্যাম্পু, বাজেটের আগেই নতুন দাম, টান পড়বে আমজনতার পকেটে

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি রয়েছে সাধারণ বাজেট। সাধারণ বাজেটের দিকে দেশের প্রতিটি মানুষ তাকিয়ে থাকেন জিনিসপত্রের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের জন্য। বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও সেই মুদ্রাস্ফীতি থেকে এখনো পর্যন্ত বেরিয়ে আসা সম্ভব হয়নি। যে কারণে এবারের বাজেট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে বাজেট অধিবেশনের আগেই জানা গেল নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত বলতে সেই সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং এর ফলে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়বে আমজনতার। FMCG সেক্টরে সবচেয়ে বড় জায়গা দখল করে থাকা হিন্দুস্তান ইউনিলিভার তাদের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াতে চলেছে খুব তাড়াতাড়ি।

FMCG সেক্টরের যে সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে তার মধ্যে রয়েছে চা, সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট সহ বিভিন্ন জিনিসপত্র। মূলত রয়্যালটি ফি বৃদ্ধি করার কারণে দাম বৃদ্ধি হতে চলেছে জিনিসপত্রে। হিন্দুস্তান ইউনিলিভার ৮০ বেসিস পয়েন্ট রয়্যালটি ফি বৃদ্ধি করতে চলেছে। তাদের তরফ থেকে গত ১০ বছরে এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে যেখানে হিন্দুস্তান ইউনিলিভারের রয়্যালটি ফি ছিল ২.৬৫ শতাংশ, তা এখন বেড়ে হচ্ছে ৩.৪৫ শতাংশ। এর ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেতে চলেছে। চা, সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট ছাড়াও লবণ, ময়দা, কফি, চা, আইসক্রিম, হুইল, সার্ফ, শেভিং ক্রিমের দামও বাড়তে চলেছে।

রয়্যালটি বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে সংস্থাকে আরও বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। এই অর্থ ব্যয় করার জন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হতে পারে এমনটাই স্বাভাবিক। যদিও এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে দাম বৃদ্ধি করা নিয়ে কোনরকম ঘোষণা করা হয়নি।