মাধ্যমিক পাশেই মোটা টাকার চাকরি, সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : চাকরি (Job) পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে প্রতিটি যুবক-যুবতীর মধ্যেই থাকে। আবার সেই চাকরি যদি সরকারি চাকরি (Government Job) হয় তাহলে বলার কিছু নেই। কেননা সরকারি চাকরি পাওয়া মানেই ভবিষ্যৎ নিশ্চিত। এবার এই ধরনের চাকরির জন্য যারা হন্যে হয়ে ঘোরাঘুরি করছেন তাদের সুখবর দিল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় এক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এবং উল্লেখযোগ্য বিষয় হলো মাধ্যমিক পাশ থাকলেই এই সকল চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

যারা এই বিপুলসংখ্যক শূন্য পদের জন্য আবেদন করতে চান তাদের বাংলায় কথা বলা, বাংলায় লেখা এবং বাংলায় পড়ার দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের মধ্যে গ্রামীণ এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে আগ্রহ থাকা বাঞ্ছনীয়। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সি চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে সরকারি চাকরির সংরক্ষণ নীতি অনুযায়ী তফসিলিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আবেদনকারীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। লিখিত এবং মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে উপযুক্ত প্রার্থী বেছে নেওয়া হবে। পরীক্ষা ফি বাবদ সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের অনলাইনে ১১০ টাকা জমা দিতে হবে। তবে তপশিলি জাতির চাকরিপ্রার্থীদের কোন টাকা দিতে হবে না।

লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে যে সকল চাকরি প্রার্থীরা উপযুক্ত বিবেচিত হবেন এবং নিযুক্ত হবেন তাদের ৫৪০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। গ্রেট পে হবে ২৬০০ টাকা।