উদ্ভট যান চললো দেশের মাটিতে, থমকে গেলেন পথচলতিরা

নিজস্ব প্রতিবেদন : ভারতে দিন দিন বেড়ে চলেছে জ্বালানির দাম। দিন দিন এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে মানুষকে আগামী দিনে সাইকেল নিয়ে রাস্তায় নামতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যে মুহূর্তে মানুষ চারচাকা অথবা মোটরবাইক ছেড়ে সাইকেল নিয়ে রাস্তায় নামার কথা ভাবছেন সেই সময় এক উদ্ভট যান দেখা গেল ব্যাঙ্গালুরুতে।

ব্যাঙ্গালুরুতে এই উদ্ভট যান নিয়ে রাস্তায় বের হলেন এক ব্যক্তি। যে যানটি দেখে সাই-ফাই ছবির কথা মনে পড়িয়ে দেবে। উদ্ভট এই যান নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। এমনকি এই ধরনের যান দেশের মাটিতে প্রথম চলতে দেখে পথচলতি মানুষেরা থমকে যান। আসলে এই যানটির নাম হল Velomobile। এটি আসলে একটি বিশেষ ধরণের সাইকেল। মূলত ইউরোপের দেশগুলিতে এই ধরনের বিশেষ সাইকেল লক্ষ্য করা যায়।

এই Velomobile-এ তিনটি চাকা থাকে এবং বাইরের অংশে একটি প্রোটেকশন কভার থাকে। কভারটি ডিজাইন করা হয়ে থাকে অ্যারোডাইনামিক পদ্ধতিতে। এই ধরনের গাড়িতে চালক রীতিমতো হেলান দিয়ে আরাম করে বসতে পারেন এবং এর গতিবেগও যথেষ্ট লক্ষ্য করা যায়। তিনটি চাকা থাকার কারণে ব্যালেন্স থাকে খুব সহজভাবে এবং এতে এতটাই জায়গা থাকে যে বেশ কিছু জিনিসপত্র সহজেই নিয়ে যাওয়া যায়।

ব্যাঙ্গালুরুতে একটি বাইক স্টোরের তরফ থেকে এই Velomobile কেনা হয়েছে এবং তারা তা সাপ্লাইও দিচ্ছে। তবে এই Velomobile ভারতে তৈরি হয়না, এটি বিদেশ থেকে আমদানি করতে হয়। ব্যাঙ্গালুরুর রাস্তায় এই Velomobile নিয়ে বের হন ওই বাইক স্টোরের মালিক ফনিশ নাগারাজ। এই ধরনের যান তৈরি হয়ে থাকে রোমে।

এই যানটি তৈরি করা হয়ে থাকে একজন মানুষের ওজনের উপর কাস্টম ভিত্তিতে। কিন্তু এই যান তৈরি করার মতো কোনো রকম সংস্থা নেই ভারতে। পাশাপাশি এর দামও নেহাত কম নয়। তিন চাকার এই যানটির মূল্য ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ টাকা। বিদেশ থেকে আমদানি করার জন্য ভারতে আনার ক্ষেত্রে এর খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লক্ষ টাকা। এই যানটির কভার ছাড়া ওজন ২৫ কেজি এবং সব শুদ্ধ মিলে ওজন ৯০ কেজি। ঠিকঠাক রাস্তা পেলে এই যানটি ঘন্টায় ৫৫-৬৫ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম।