বিদেশি মদের গাড়ি উল্টাতেই বোতল কুড়ানোর ধুম, ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সূরা প্রেমীদের মধ্যে মদের প্রতি আসক্ত থাকবে এটাই স্বাভাবিক। আর হাতের কাছে তা পেলে তো কিছু বলার নেই। তবে সম্প্রতি একটি বিদেশী মদের ম্যাটাডোর উল্টে যাওয়ার পর যে ঘটনা ঘটলো তা নজিরবিহীন।

খড়্গপুরে এদিন মাঝ রাস্তায় একটি বিদেশী মদের বোতল ভর্তি ম্যাটাডোর উল্টে যেতেই বদলে গেল এলাকার চেহেরা। করোনা বিধি লঙ্ঘন করেই সেই সকল মদের বোতল কুড়াতে মত্ত হয়ে উঠলেন সূরা প্রেমীরা। উল্টে যাওয়া গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে যাওয়া মদের বোতল থেকে যেসকল বোতলগুলি অক্ষত অবস্থায় রয়েছে সেগুলিকে বেছে বেছে তোলার জন্য হিড়িক পড়ে যায় তাদের মধ্যে।

প্রকাশ্য রাস্তাতেই হুড়োহুড়ি শুরু হয়, হাতের কাছে থাকা ব্যাগ, থলি ইত্যাদির মধ্যে একে একে পুরতে শুরু করা হয় বোতল। আর যাদের হাতের কাছে কিছুই ছিলনা তারাও বাদ যাননি। কেউ নিজের গেঞ্জি খুলে, জামা খুলে তাতে বোতল ভরে চম্পট দেয়। তবে এই অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, খড়্গপুরে খড়িদা থেকে মালঞ্চের দিকে যাচ্ছিল একটি মদ ভরতি ম্যাটাডোর। আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ওই ম্যাটাডোরটি অতুলমণি স্কুলের সামনে উল্টে যায়। আর এর পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মদের বোতল কুড়াতে হুড়োহুড়ি লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় টাউন থানার পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।