মনোজ তিওয়ারির তৃণমূলের যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিতে অশোক দিন্দা

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বুধবার হুগলির ডানলপে তৃণমূলের তরফ থেকে চমক দিয়ে দলে নেওয়া হয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। আর তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাজনীতিতে ভারতের আরও এক প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি তৃণমূলে নয় বরং বিজেপিতে যোগ দিলেন। তিনি হলেন অশোক দিন্দা।

এদিন লেবুতলা পার্কে বিজেপির তরফ থেকে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়। আর সেই পরিবর্তন যাত্রা শেষে বিজেপিতে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের হাত ধরে নাম লেখালেন ভারতের প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা। বিজেপিতে যোগ দিয়েই তিনি স্লোগান তুললেন জয় শ্রীরাম। অশোক দিন্দার পাশাপাশি এদিন প্রবীর ঘোষের ছেলে সজল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান।

বিজেপিতে যোগ দেওয়ার পর অশোক দিন্দা জানান, “রাজনীতিতে পা রাখবো এবং ভারতের সবথেকে বৃহত্তম দল বিজেপিতে যোগ দেবো বলেই ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দল যখন যা দায়িত্ব দেবে সেটাই পালন করবো।”

[aaroporuntag]
এর আগে চলতি মাসের শুরুতে তিনি সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নেন। তবে অবসর নেওয়ার আগেই বাংলা ক্রিকেটের সাথে তার দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। তিনি ক্রিকেট রাজনীতির শিকার হয়েছেন এই অভিযোগ তুলে বাংলা দলের জার্সি পড়ে না খেলার সিদ্ধান্ত নেন। এরপর তিনি গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তবে হঠাৎ ফেব্রুয়ারি মাসে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। আর এসব এরপর বুধবার থেকে তিনি রাজনীতির আঙিনায় পা দিয়ে নতুন ইনিংস শুরু করলেন।