মহারাজের রাজ সিংহাসন লাভ শুধু সময়ের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী তার প্রায় নিশ্চিত। এনিয়ে রবিবার মুম্বাইয়ে দিনভর রোমহর্ষক নাটক চলে, তবে ২২ গজে যেভাবে ভেলকি দেখিয়েছেন মহারাজ ঠিক সেভাবেই দিনের শেষে শেষ হাসি হেসে মহারাজের রাজ সিংহাসন লাভ শুধু সময়ের অপেক্ষা।

আগামী ২৩ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার কথা রয়েছে। এই সাধারণ সভায় ভোটাভুটির সম্ভাবনা কার্যত নেই, তাই একপ্রকার নিশ্চিত যে সৌরভ গাঙ্গুলী আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কনিষ্ঠ প্রতিনিধি হিসেবে সভাপতি হচ্ছেন।

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিটের্সকে কার্যত ফাঁকি দিয়ে গতকাল অর্থাৎ রবিবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন বিসিসিআইয়ের সদস্যরা। সেই বৈঠকে বিসিসিআইয়ের আগামী সভাপতি নির্বাচন হিসাবে অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসন নিজেদের লোকের নাম তুলতে থাকেন। কিন্তু এক প্রকার প্রথম থেকেই ঠিকই ছিল সভাপতি হবেন সৌরভ গাঙ্গুলী।

যদিও এরই মাঝে রোমহর্ষকর নাটকের পরিস্থিতি শুরু হয়। ওয়াকিবহাল মহলকে খানিকটা চমকে দিয়ে সভাপতি পদের দৌড়ে ভেসে আসে বৃজেশ প্যাটেলের নাম। এও শোনা যায়, এন শ্রীনিবাসন নাকি অমিত শাহের সাথে দেখা করে ব্রিজেশ প্যাটেলের নামের বিষয়ে রাজি করে নিয়েছেন। এরপর আবার খবর আসে সৌরভ গাঙ্গুলী অমিত শাহের সাথে দেখা করেছেন এবং সৌরভ গাঙ্গুলীর সভাপতির সমর্থন রয়েছে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের। তারপরেই ঘুরে যায় পুরো বিষয়। ম্যাচ ঢলে পড়ে সৌরভ গাঙ্গুলীর দিকে। ঠিক হয়, তিনিই হতে চলেছেন আগামী বোর্ড সভাপতি।

সভাপতি হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দফায় সৌরভ গাঙ্গুলী হাতে পাবেন ১০ মাস সময়। তবে সৌরভ গাঙ্গুলীর এই সভাপতিত্ব নিয়ে দেশের অজস্র ক্রিকেটপ্রেমীর মনে আরও আশার আলোর সঞ্চার হয়েছে ভারতীয় ক্রিকেটকে নিয়ে। কারণ তিনি ছিলেন যেমন একজন দক্ষ ক্রিকেটার, যেমন ছিলেন ভারতীয় দলের অধিনায়ক, বিশেষ করে তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দলের ঘুরে দাঁড়ানোর ইতিহাস, তাছাড়াও রয়েছে সিএবি চালানোর অভিজ্ঞতা।