তৃতীয় সেরা জুটি গড়েছিলেন গাভাস্কারের সাথে, চেতন চৌহানের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বক্রিকেট

নিজস্ব প্রতিবেদন : ৭৩ বছরের চেতন চৌহান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রি করোনা আক্রান্ত হয়েছিলেন ১২ই জুলাই। ভর্তি ছিলেন লখনৌর সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। প্রাণ হারালেন গেলেন রবিবার।

১৯৬৯ সালে চেতন চৌহান নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে ৪০ টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ সময় ধরে সুনীল গাভাস্কারের সঙ্গে তিনি ওপেনিং করেন। দুইজনের জুটিতে তাঁরা টেস্টে ১১টি সেঞ্চুরি করেন। তার মধ্যে ওপেনিং জুটিতে করেন ১০ টি সেঞ্চুরি। এই স্কোর ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তিতে পৌঁছে যায়। তাঁর স্মরণীয় ম্যাচগুলির মধ্যে ১৯৭৯ সালে ২১৩ রান করেন ওভালে গাভস্করের সঙ্গে। তিনি করেছিলেন ৮০ রান। সেই সময়ের প্রেক্ষিতে গাওস্কর-চৌহান জুটি ছিল তৃতীয় সেরা। বিল লওরে, বড় সিমসন এবং জ্যাক হবস ও হার্বাট সুটকিলফের পর।

ওপেনিং জুটিতে সুনীল ও চৌহান বিজয় মার্চেন্ট ও মোস্তাক জুটির রেকর্ড ভেঙে দেন। টেস্ট খেলার সঙ্গে ৭ টি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচও খেলেন। টেস্টে ২০৮৪ ও একদিনের ম্যাচে ১৫৩ রান করেন। যা তৎকালীন সময়ে উল্লেখযোগ্য ছিল। চেতন চৌহান শেষ টেস্ট ম্যাচ খেলেন ১৯৮০-৮১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৮০ সালে তিনি অ্যাডিলেড ক্রিকেট ক্লাবে কোচ ও খেলোয়াড় হিসাবে যোগদান করেন। সেই সময় তাঁর গড় রান ছিল ৪১.৫০। যদিও পরবর্তী ইংল্যান্ডের সিরিজে তিনি বাদ পড়ে যান।

তিনি নিজেই জানান, তাকে কেন বাদ দেওয়া হয়েছিল তিনি নিজেই জানতেন না। তিনি শেষ প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেন ১৯৮৫ সালে। ২০০১ সালে তিনি ইন্ডিয়া টিমের ম্যানেজার পদে যোগদান করেন। ২০০৭-০৮ ইন্ডিয়া টিমের ম্যানেজার হয়ে অস্ট্রেলিয়া যান। অস্ট্রেলিয়াতে দুঃখজনক ভাবে তাঁর ১৯ বছরের পুত্র দুর্ঘটনায় হারান। যার শোক তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত বয়ে বেড়ান।

দিল্লি ও ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তিনি সদ্য ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন।
এরপর তিনি বিজেপিতে যোগদান করেন। উত্তর প্রদেশের আলমোরা থেকে তিনি দুইবার লোকসভা ভোটে জেতেন। তাঁর মৃত্যুতে ভারতে ক্রিকেটের ও কিংবদন্তি ওপেনিং জুটির যুগের অবসান হল।