নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন সংস্থার সোশ্যাল মিডিয়ায় নীতি লঙ্ঘন করার কারণে নিষিদ্ধ হয়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে কি! ওই সকল সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ হওয়ার পর এবার নিজেই সোশ্যাল মিডিয়া আনার ঘোষণা করলেন তিনি। অনেকে বলছেন ‘অগত্যা এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন প্রাক্তন এই রাষ্ট্রপতি’, আবার অনেকেই বলছেন ‘দম আছে’।

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার এমন নতুন সোশ্যাল মিডিয়া আনার ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী, আগামী মাসেই আমন্ত্রিত সদস্যদের নিয়ে শুরু হতে চলেছে এই প্ল্যাটফর্ম। যেখানে চাহিদা অনুযায়ী ভিডিও স্ট্রিমিং করা যাবে। থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানও। তবে জানা যাচ্ছে, এই সকল পরিষেবা নাকি বিনামূল্যে হবে না। এর জন্য নিয়মিত নিতে হবে সাবস্ক্রিপশন। নতুন এই প্ল্যাটফর্মের মালিকানা থাকবে ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপের হাতে। নতুন এই সোশ্যাল প্ল্যাটফর্মের নাম দেওয়া হচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’ (TRUTH Social)।

একাধিক সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ হওয়ার ঘটনাকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। এর পরেই তিনি নতুন সোশ্যাল প্লাটফর্ম ঘোষণা করার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, “টেক জায়ান্টদের একছত্র অধিকারকে চ্যালেঞ্জ জানাতে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে। এই প্ল্যাটফর্ম হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সবাই নিজের নিজের মতামত জানাতে পারবেন।”

এর আগে যখন শেষবার নিষিদ্ধ হয়েছিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে তিনি নিজে নিজস্ব কোন প্ল্যাটফর্ম নিয়ে আসবেন। অবশেষে সেই ইঙ্গিতেই সিলমোহর দিয়ে এদিন এমন নতুন প্ল্যাটফর্মের ঘোষণা করলেন তিনি।