মুরগির চার চারটে পা, কাটতে গিয়ে চক্ষু চড়কগাছ বিক্রেতার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রবাদ অনুযায়ী মাছে-ভাতে বাঙালি হলেও মাংসের প্রতি ঝোঁক নেই এমন বাঙালিও রয়েছেন কম সংখ্যক। যে কারণে উৎসব হোক অথবা অনুষ্ঠান মাংসের দোকানে দেখা যায় লম্বা লাইন। আর এই মাংস প্রেমীদের মধ্যে আবার অনেকেই আছেন যারা পাঁঠা অথবা খাসির মাংস খেতে খুব একটা ভালো বাসেন না। বরং তারা মুরগির মাংস খেতে ভালোবাসেন। আর এই মুরগী যদি আবার চারপেয়ে হয়ে থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বলুন তো!

Advertisements

মুরগির চার চারটি পা এমনটা শুনে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ঘটনা চোখে পড়েছে। আর এই ঘটনা একেবারেই বিরল। কারণ মুরগির দুটি পা এবং দুটি ডানা হয়ে থাকে। আর এই বিরল ঘটনার সাক্ষী থাকলো চুঁচুড়া। সেখানে একটি মুরগির মাংস বিক্রির দোকানে এমন ঘটনা নজরে এসেছে। ওই দোকানের মালিক অবশ্য বিষয়টি জানতেনই না। তিনি যখন মুরগিটি কাটতে যান তখন দেখেন মুরগির চারটি পা।

Advertisements

চুঁচুড়ার খরুয়া বাজারে দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নিজের দোকানেই মুরগির মাংস বিক্রির ব্যবসা করেন স্বপন সরকার। আর এদিনের এই চারপেয়ে মুরগির ঘটনায় তার চক্ষু চড়কগাছ হওয়ার পাশাপাশি এমন ঘটনা আগে কখনো দেখেননি বলেও জানিয়েছেন।

Advertisements

স্বপন বাবু জানিয়েছেন, মুরগি বিক্রি করার সময় তিনি যখন এই মুরগী কিনে এনেছিলেন তখন এমন বিষয়টি দেখেননি। কিন্তু যখন ওই মুরগিটি কাটতে যাচ্ছেন তখন লক্ষ্য করেন, ওই ব্রয়লার মুরগিটির চারটি পা রয়েছে। এমনি স্বাভাবিকভাবে যেমন দুটি পা থাকে তেমন দুটি পা রয়েছে, কিন্তু আবার পিছনের দিকে রয়েছে আরও দুটি পা। আর এই চারটি পায়ে ভর করে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে ওই মুরগিটি।

স্বপন সরকার আরও জানিয়েছেন, তার কর্মরত জীবনে এমন নজিরবিহীন ঘটনা দেখার পর তিনি আর ওই মুরগিটিকে কাটতে পারেন নি। বরং তিনি সেই মুরগিটিকে বিরল মুরগি হওয়ায় রেখে দেন। এই ঘটনা নিয়ে প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, জিনগত কারণেই ওই মুরগিটির ক্ষেত্রে এমনটা হয়েছে। যেমন দুই মাথার শিশু, দুই মাথা অন্য কোন প্রাণী হয়ে থাকে তেমনটাই। তবে এই ঘটনা বিরল।

Advertisements