Bharat Fiber: রাতের ঘুম উড়ল আম্বানির! ৩ মাসের জন্য ৪০০০ জিবি ফ্রি ইন্টারনেট, ফ্রি কলিং দিচ্ছে এই সংস্থা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারের পাশাপাশি ব্রডব্যান্ড সহ অন্যান্য বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio)। তবে এবার মুকেশ আম্বানির সংস্থাকে টেক্কা দিতে বড় অফারের ঘোষণা করে দিল আরেক সংস্থা। ওই সংস্থার তরফ থেকে ৩ মাসের জন্য ৩০০ এমবিপিএস স্পিডে ৪০০০ জিবি ডেটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হলো। এছাড়াও মিলবে ফ্রি কলিং ও ৭টি ওটিটি অ্যাপ।

Advertisements

এমন ঘোষণা রীতিমত টেক্কা দেবে মুকেশ আম্বানির সংস্থাকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি ওই সংস্থার এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের সবচেয়ে ধনী শিল্পপতির রাতের ঘুম উড়বে বলেও মনে করছেন অনেকেই। এমন ঘোষণার ফলে জিও-র ব্রডব্যান্ড পরিষেবায় জোর প্রতিদ্বন্দ্বিতা হিসাবে জায়গা করে নেবে ওই সংস্থা বলেই আশা করছেন টেক বিশেষজ্ঞরা।

Advertisements

তিন মাসের জন্য বিনামূল্যে পরিষেবা পাওয়ার পর তিন মাস ভ্যালিডিটি বাড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। বাড়ি হোক অথবা অফিস, সব জায়গাতেই এই দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করা যাবে। দ্রুতগতির এমন ব্রডব্যান্ড পরিষেবার অফার দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর তরফ থেকে। গ্রাহকরা Bharat Fiber এর মাধ্যমে এইসব সুবিধা পাবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য সংস্থার তরফ থেকে কিছু শর্ত রাখা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? BSNL: ১০০ টাকার কমেই রয়েছে আনলিমিটেড কল, BSNL-এর এই প্ল্যানটি অনেকেই জানেন না

ভারত ফাইবারের তরফ থেকে যে নতুন প্ল্যান আনা হয়েছে তার নাম ফাইবার আল্ট্রা ওটিটি। এই প্ল্যান গ্রাহকদের এমন সুযোগ-সুবিধা দিচ্ছে। প্ল্যানের সঙ্গে Hotstar, Lions Gate, Shemaroo, Hungama, SonyLIV, Zee5 এবং Yupp TV এই সাতটি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও ফ্রি ল্যান্ড লাইন কানেকশন এবং রয়েছে লোকাল ও এসটিডি আনলিমিটেড কলের সুবিধা।

সংস্থার তরফ থেকে যে সকল সুবিধা দেওয়া হচ্ছে সেই সকল সুবিধা উপভোগ করতে হলে গ্রাহকদের যেকোনো একটি দীর্ঘ মেয়াদি প্ল্যান নিতে হবে। এমনিতে প্রতি মাসের জন্য খরচ হবে ১৭৯৯ টাকা। যে সকল গ্রাহকরা ২৪ মাসের সাবস্ক্রিপশন একসঙ্গে নেবেন তারা তিন মাস বিনামূল্যে সব পরিষেবা পাবেন। ২৪ মাসের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য খরচ হবে ৪৩ হাজার ১৭৬ টাকা। যদি কোন গ্রাহক ২১ হাজার ৫৮৮ টাকায় ১২ মাসের প্ল্যান নেন তাহলে তিনি এক মাসের সমস্ত পরিষেবা পাবেন বিনামূল্যে। আবার ৯৮৯৫ টাকায় ৬ মাসের প্ল্যানও বেছে নেওয়া যেতে পারে, কিন্তু তাতে বিনামূল্যে পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে না।

Advertisements