দেশের এই ৭টি জায়গা, যেখানে থাকা, খাওয়া, ঘুমানোর জন্য কোন খরচ লাগে না

নিজস্ব প্রতিবেদন : ৮ থেকে ৮০ প্রত্যেকেই ঘুরতে ভালবাসেন। ঘুরতে ভালোবাসার কারণে বহু মানুষকেই দেখা যায় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়তে। তবে যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন সবার আগে যা প্রয়োজন হয় তা হলো বাজেট। এই খরচের কারণেই অনেকের মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও তারা ঘুরতে যেতে পারেন না। কারণ ঘোরার পিছনে খরচ সংসার চালানোর ক্ষেত্রে টান আনতে পারে। তবে খরচ বাঁচানোর জন্য ভারতে অনেক ধর্মশালা এবং আশ্রম রয়েছে যেখানে থাকা, খাওয়ার জন্য এক টাকাও খরচ করতে হয় না পর্যটকদের।

১) কোয়েম্বাটুর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে ইশা ফাউন্ডেশন। এটি সদ্ গুরুর ধর্মীয় কেন্দ্র। এখানে আদি যোগী শিবের একটি বড় এবং সুন্দর মূর্তি রয়েছে। যোগব্যায়াম, পরিবেশগত ও সামাজিক কাজের ক্ষেত্রে এই ফাউন্ডেশন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এখানেই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে, এছাড়াও বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগ রয়েছে।

২) হিমাচল প্রদেশ ঘুরতে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা পাওয়া পাওয়া যায় মণিকরণ সাহেব গুরুদ্বারে। পার্বত্য নদীর কাছে অবস্থিত এখানে পার্কিংও সম্পূর্ণ বিনামূল্যে।

৩) কেরলের সুন্দর পাহাড় ও সবুজের মাঝে রয়েছে আনন্দ আশ্রম। এখানে যারা থাকেন তাদের কাছে তা এক অনবদ্য অভিজ্ঞতা। তবে উল্লেখযোগ্য বিষয় হল এখানে থাকার জন্য পর্যটকদের এক টাকাও খরচ করতে হয় না। এখানে দিনে তিনবার খাবার দেওয়া হয় এবং তা কম মসলার।

৪) ঋষিকেশ ঘুরতে গিয়ে পবিত্র গঙ্গার পাশে থাকা গীতা ভবনে বিনামূল্যে থাকতে পারেন পর্যটকরা। বিনামূল্যে থাকার পাশাপাশি এখানে বিনামূল্যে খাবার দেওয়া হয়। এখানে প্রায় ১০০০ টি ঘর রয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসেন থাকার জন্য। সৎসঙ্গ এবং যোগ অনুশীলনও আশ্রম দ্বারা এই গীতাভবন পরিচালনা করা হয়।

৫) সম্পূর্ণ বিনামূল্যে না হলেও হিমাচল প্রদেশের নাইংমাপা মঠে থাকার জন্য পর্যটকদের খরচ করতে হয় একদিনে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা।

৬) মাত্র ৫০ টাকার বিনিময়ে রাত কাটানোর জায়গা রয়েছে উত্তরপ্রদেশে। তিব্বতি বৌদ্ধ মঠে এক রাত কাটানোর জন্য খরচ হয় মাত্র ৫০ টাকা। লাধন চোট্রুল মোনালাম চেনমো ট্রাস্টের তরফ থেকে এই মঠের পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে।

৭) উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দা নদীর কাছে রয়েছে গোবিন্দ ঘাট গুরুদ্বার। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারেন অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীরা বা আধ্যাত্মিকলায় বিশ্বাসী ও সন্ধানী মানুষরা।