বিজেপিকে রুখতে সব পুরোহিতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন : বাংলা জুড়ে দিনের পর দিন বাড়ছে পদ্মফুলের থাবা। আর এতেই দুশ্চিন্তায় শাসক দল তৃণমূল। আর এবার তাই বাংলায় পদ্মফুলকে আটকাতে নতুন পন্থা বেছে নিল তৃণমূল।

এবার তারা ধর্মীয় তাসকেই বেছে নিল। রাজ্যের সমস্ত হিন্দু পুরোহিতদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি মিলল তৃণমূল নেতার মুখ থেকে। শুক্রবার রানী রাসমণি রোডে পুরোহিতদের একটি সভায় এমনই প্রতিশ্রুতির কথা শুনতে পাওয়া গেল রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে।

নাম না করে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “শ্রীরামকে এজেন্ট করে একটা রাজনৈতিক দল শুধু রাজনীতি করছে। তাদের ধিক্কার জানাই। ব্রাহ্মণ পুরোহিতরা আগামী দিনের পথ দেখাবে। কেউ কেউ আমাদের ছিবরের মত ব্যবহার করে ফেলে দিয়েছে।”

Source

শুক্রবারের রানী রাসমণি রোডে পুরোহিতদের এই সম্মেলনের মূল দাবি ছিল, ব্রাহ্মণদের পরিচয় পত্র দিতে হবে, গৃহহীন ব্রাহ্মণদের বসবাসের ব্যবস্থা করতে হবে, প্রতিটি জেলাতে সংস্কৃত কলেজ করতে হবে, পুরোহিতদের স্বাস্থ্য বীমা এবং প্রবীণ পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে, পঞ্চম শ্রেণী পর্যন্ত সংস্কৃত ভাষা বাধ্যতামূলক করতে হবে। তবে এই সকল দাবি মানা হবে কিনা সে বিষয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের থেকে কোন রকম প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

Source

তবে তিনি বলেন, “ভাতা আমরা লড়াই করে আনবো, আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করব।”

Source

প্রসঙ্গত, কলকাতার বুকে এমন পুরোহিত সম্মেলন এই প্রথম হলেও বীরভূমে আগেই একবার পুরোহিত সম্মেলন হয়ে গিয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ডাকে। সেই সম্মেলনে বিপুল সংখ্যক পুরোহিতকে খোল খঞ্জনি উপহার হিসেবে দেওয়া হয়।