ফেসবুকে আসছে বদল, ১ ডিসেম্বর থেকে আর দেখা যাবে না এই ২টি জিনিস

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফেসবুক। প্রতিনিয়ত এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ এই অ্যাপের ব্যবহারকে আরও বৃদ্ধি করছে দিন দিন। এর পাশাপাশি ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফেসবুকের তরফ থেকেও বিভিন্ন ফিচার আনা হয় এবং বিভিন্ন বদল করা হয়ে থাকে।

সেই রকমই এবার ফেসবুকের তরফ থেকে বড় বদল আনা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বদল কার্যকর হবে। যেখানে ৮ থেকে ৮০ প্রায় সকলেই স্মার্টফোনে মজে থাকার সময় ফেসবুক নিয়ে মত্ত থাকেন সেই সময় এই পরিবর্তনে আর প্রোফাইলের ২টি জিনিস দেখা যাবে না। তবে এই ২টি জিনিস ফেসবুক থেকে তুলে দেওয়ার কারণ কি রয়েছে তা এখনো জানা যায়নি।

ফেসবুকের তরফ থেকে প্রোফাইলে থাকা যে ২টি জিনিস তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে সেই ২টি জিনিস হলো ‘Interested in’ এবং ‘Religious views’। তবে ঠিক কি কারণে এই দুটি জিনিস ব্যবহারকারীদের প্রোফাইল থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেটার তরফ থেকে জানানো হয়নি।

তবে এই বিষয়ে ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ফেসবুক সামাজিক মাধ্যম হিসেবে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বহু ক্ষেত্রেই দেখা যায় এই ফেসবুক থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করে অনেক অপরাধমূলক ঘটনা ঘটে যাচ্ছে।

এর পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করছেন, প্রোফাইল থেকে এই দুটি অপশন তুলে দেওয়া হলে তাতে ব্যবহারকারীদের ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না। বরং ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দে নিজেদের প্রোফাইল ব্যবহার করতে পারবেন।